বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অন্যান্য দেশের মত বিপর্যস্ত বাহরাইনের সার্বিক পরিস্থিতি। প্রথম দিকে অনেকটা নিয়ন্ত্রণে থাকলে ও ইতিমধ্যে বেড়েই চলছে অভিবাসীদের করোনার আক্রান্তের সংখ্যা। এ পর্যন্ত মোট ৫ শতাধিক বাংলাদেশি আক্রান্ত হয়েছে। আবার নানা ভাবে ক্ষতিগ্রস্ত ও খাদ্য সংকটে পড়ছে অন্যান্য দেশের নাগরিকদের সাথে বাংলাদেশিরা।
সংকট মোকাবেলায় ও ভাইরাসটির প্রাদুর্ভাব প্রতিরোধে বাহরাইন সরকার নানা পদক্ষেপ গ্রহন করেছে। পাশাপাশি বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের মাঝে খাদ্য ও ত্রান সহায়তা দিয়ে যাচ্ছেন বাহরাইনে বাংলাদেশ দূতাবাস।
পরিস্থিতি মোকাবেলায় দূতাবাস ও ক্ষতিগ্রস্ত ও অসহায়দের পাশে সহযোগিতা নিয়ে কাজ করছে বাংলাদেশ কমিউনিটির বেশ কতগুলো স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। এরই মধ্যে একটি হল বাহরাইন সরকারের নিবন্ধিত বাংলাদেশ সমাজ। দূতাবাসের ত্রাণ সহায়তায় অংশগ্রহণ ও বিতরণে সহায়তার পর এবার সংগঠনটির উদ্যোগে প্রতিদিন এক শ' বাংলাদেশির মধ্যে খাবার বিতরণ করে আসছে সমাজের সভাপতি জহির উদ্দিন মোহাম্মদ বাবর, মঞ্জুর আহম্মদ, দুলাল দাস ও আবদুল মতিনের তত্বাবধানে সমাজের একটি স্বেচ্ছাসেবী দল।
গত শুক্রবার( ১৫ মে) থেকে এ পর্যন্ত স্থানীয় রিফা, আলী ও চিতরা এলাকায় এ সব খাদ্য নিয়ম আনুযায়ী বিতরণ করেন তারা। ক্ষতিগ্রস্ত ও অসহায় এসব বাংলাদেশিদের সহায়তায় এগিয়ে আসা বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিনন্দন জানান বাংলাদেশ দূতাবাস।
বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলাম দূতাবাসের বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়ে বলেন কেউ যদি স্বেচ্ছায় দেশে যেতে না চায়, বাহরাইন সরকার কারো অনিচ্ছায় দেশে প্রেরণের কোন পরিকল্পনা নেই। তিনি দেশটির স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সংকট মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহবান জানা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন