দক্ষিণ কোরিয়ায় কোয়ারেন্টাইনে থাকায় অবস্থায় আরও দুইজন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্য একজন শিক্ষার্থী ও অন্যজন ই পিএস কর্মী। নতুন দু'জন আক্রান্তের খবর নিশ্চিত করেছেন এইচ আর ডি কোরিয়া কর্মকর্তা সামশুল আলম।
গত ১১ মে কোরিয়ান এয়ারলাইন্সে বাংলাদেশ থেকে রওনা হয়। বিশেষ চার্টার ফ্লাইটটি কোরিয়ার ইনছন বিমানবন্দরে আসেন ১২ মে। এছাড়া ওই ফ্লাইটে কোরিয়া আসেন আরও ৯০ বাংলাদেশি।
উল্লেখ্য, বিমানবন্দরে নামার সময় করোনা আক্রান্ত ওই বাংলাদেশিদের মধ্যে কোনো লক্ষণই ছিল না। ওই ফ্লাইটে আগে তিনজন কোরিয়ান ও দুইজন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন বিশেষ ফ্লাইটটিতে মোট জন ৭ জন করোনা আক্রান্ত হয়েছেন।
গত ৬ মে দেশটিতে নতুন করে আবারও শুরু হয়েছে করোনাভাইরাসের সংক্রমণ হয়। কোরিয়ায় দ্বিতীয় দফা সংক্রমণের সংক্রমণ শুরু হয়। তবে নতুন আক্রান্তের সঙ্গে সিউলের ব্যস্ততম এলাকা ইতাওয়ানের বার ও ক্লাবগুলোর সম্পৃক্ততা পাওয়া গেছে। শনিবার রাত পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১১১৬৫ জন, কোয়ারেন্টাইনে রয়েছেন ৭০৫ জন, সুস্থ হয়েছেন ১০১৯৪ জন, মৃত্যু ২৬৬ জন।
বিডি প্রতিদিন/আরাফাত