৭ জুলাই, ২০২০ ১২:০০

কম্বোডিয়ায় চার মাস আটকা থেকে দেশের পথে ৫৭ বাংলাদেশি

কূটনৈতিক প্রতিবেদক

কম্বোডিয়ায় চার মাস আটকা থেকে দেশের পথে ৫৭ বাংলাদেশি

কম্বোডিয়ায় আটকেপড়া ৫৭ বাংলাদেশিকে নিয়ে দেশে ফিরছে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট। কম্বোডিয়ার দায়িত্বে থাকা থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ডিএইসি-৮-৪০২ ফ্লাইট এ ফেরার সুযোগ পাচ্ছেন তারা। আজ দুপুর ২ টা ৩০ মিনিটে ফ্লাইটটি নমপেন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্যেশ্যে ছেড়ে আসবে।

করোনাভাইরাসের মহামারির কারণে বাংলাদেশিরা গত ৪ মাস যাবত কম্বোডিয়াতে আটকে পড়েছিলেন। তাদের মধ্যে অধিকাংশই কর্মহীন নির্মাণ খাতের কর্মী, কয়েকজন পর্যটক এবং কয়েকজন এনজিতে কর্মরত ছিলেন। 

দূতাবাসে এই প্রত্যাবাসন উদ্যোগে সার্বিক সহযোগিতা করেছেন কম্বোডিয়ায় অবস্থানরত বাংলাদেশ কমিনিটির মো. হুমায়ুন কবির, মো. ইমাম হোসেন, মো. খায়রুল হাফিজ ও বিশ্বব্যাংকে কম্বোডিয়ার কর্মকর্তা ডা. জিয়া হায়দার। রাষ্ট্রদূত নাজমূল কাওনাইন ও কাউন্সিলর নাজমুল হক পুরো প্রক্রিয়া তত্বাবধান করছেন।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর