কেক কেটে বাহরাইনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন। বুধবার ১৭ মার্চ একটি সম্মেলন কক্ষে করোনার বিধিমতে স্থানীয় সময় রাত ৯টায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ কয়েস আহম্মদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহরাইন সরকার নিবন্ধিত বাংলাদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ সোসাইটির সভাপতি আসিফ আহমেদ, বাহরাইনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজুমদার, আওয়ামী যুবলীগের সভাপতি মজিবুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুর কামাল, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি আব্দুল খালিক মানিক মিয়া, আকতার হোসেন কাঁচা মিয়া, আব্দুস ছাত্তার, বশির আহমেদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের রিপন সহ বিভিন্ন এলাকার অন্যান্য শাখার নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ