স্বাধীনতা পদক পাওয়ায় কবি মহাদেব সাহাকে অভিনন্দন জানিয়েছেন কানাডার প্রবাসী বাঙালিরা। কানাডার আলবার্টার প্রথম বাংলা অনলাইন পোর্টাল প্রবাস বাংলা ভয়েস এর আয়োজনে প্রধান সম্পাদক আহসান রাজীব বুলবুলের সঞ্চালনায় এক ভার্চুয়াল আলোচনায় এ অভিনন্দন জানান হয়। আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন কলামিস্ট, উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মো. মাহমুদ হাসান।
প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি অফ ক্যালগেরির প্রফেসর ড. আনিস হক, প্রধান বক্তা ছিলেন কবি ফেরদৌস নাহার ও প্রবাসী সাংবাদিক শওগাত আলী সাগর।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি মো. রশিদ রিপন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক কর্মকর্তা কাজী মাহফুজুল হক, লেখক ও কবিতালোকের সভাপতি বায়াজিদ গালিব এবং কবি মহাদেব সাহার ছেলে তীর্থ সাহা।
আলোচনায় বক্তারা কবির কর্মজীবনের ওপর আলোকপাত করে বলেন, কবি মহাদেব সাহার অনবদ্য রচনা যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে গেঁথে থাকবে।
বাংলাদেশ থেকে কবি মহাদেব সাহা একান্ত সাক্ষাৎকারে বলেন, যে জাতির জীবনে একুশে ফেব্রুয়ারি আছে, পহেলা বৈশাখ আছে, বইমেলা আছে, ৭ ই মার্চ আছে- সেই জাতি কখনোই পিছিয়ে পড়তে পারে না। আমি যেখানেই থাকি, যতদূরেই থাকি- আমি বাংলাদেশের মাটিতেই আছি, এ মাটির সঙ্গেই মিশে আছে আমার দেহ মন।
কবি মহাদেব সাহার ছেলে তীর্থ সাহা বাবার সাফল্যে আবেগে আপ্লুত হয়ে বলেন, সত্যি আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই আয়োজন করার জন্য। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি ফেরদৌস নাহার, কাজী মাহফুজুল হক এবং গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী তীর্থ সাহা।
বিডি প্রতিদিন/ফারজানা