সিডনি প্রবাসী সঙ্গীত দল স্বপ্ন ব্যান্ড ম্যাকুরি ফিল্ডস্থ ড্রিম কটেজে গত ২১ মার্চ দুপুরে তাদের ৩ বছর পূর্তি উপলক্ষে এক পুনর্মিলনীর আয়োজন করে। স্বপ্ন ব্যান্ড ও তাদের পরিবারসহ অতিথি শিল্পীরা এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন।
স্বপ্ন ব্যান্ড পরিবারের সদস্য তান্নির শুভেচ্ছা বক্তব্য ও শিশু শিল্পি রায়ানের গানের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর একই পরিবারের ইভানা, স্মিতা, দিব্য ও মিঠু গান পরিবেশন করে সবাইকে সুরের মূর্ছনায় মাতিয়ে রাখেন। অতিথিদের মধ্যে অভিজিৎ ও পিয়াশা বড়ুয়া, শান্তা বড়ুয়া ও মাসুদ মিথুন গান পরিবেশন করেন।
সঙ্গীত পরিবেশনে জনি ড্রাম ও তবলা, টনি বেজ গিটার, দিব্য লিড গিটার ও মিঠু রিদম গিটার বাজিয়েছেন। সেট সজ্জায় ছিলেন আশিক। অতিথিদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিডনি প্রেস ও মিডিয়া কাউন্সিলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মতিন, একুশে একাডেমীর অভিজিত বড়ুয়া ও লাল সবুজ সঙ্গীত দলের মাসুদ মিথুন প্রমুখ।
স্বপ্ন ব্যান্ডের শুরু থেকে যারা সহযোগিতা করছেন তাদের মধ্যে উপস্থিত ছিলেন সাদেক, সূচনা, রাজীব, স্বর্ণা, মুনিয়া, ফরহাদ, সরওয়ার, আমরিন ও ওয়াগা ওয়াগা থেকে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ছুটে আসা মিলন ও তার স্ত্রী শাহিন।
স্বপ্ন ব্যান্ডের মিঠু তার স্বাগত বক্তৃতায় উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি কোভিড প্রতিকূলতা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্বপ্ন ব্যান্ডের সকল শুভাকাঙ্ক্ষীদের আমন্ত্রণ জানাতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন।
বিডি-প্রতিদিন/শফিক