যুক্তরাষ্ট্রের শিকাগো সিটিতে ‘শেখ মুজিব ওয়ে’, ‘এফআরখান ওয়ে’, বাংলাদেশ প্যারেডের শামসুল ইসলাম (৬০) আর নেই। ২৩ মার্চ বাংলাদেশ সময় রাত ১০টায় ঢাকা থেকে মাইক্রোবাসে কুলাউড়ায় নিজ বাড়িতে যাবার পথে শ্রীমঙ্গলে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শিকাগোতে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল মুনির চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি তিনপুত্র, স্ত্রী সহ অসংখ্য বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন রেখে গেছেন। মক্তিযুদ্ধের চেতনা লালনকারি শামসুল ছিলেন ‘বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার শিকাগোল্যান্ড’র প্রতিষ্ঠাতা। সেই সংগঠনের ব্যানারেই প্রবাসের চার দশকের জীবনে কল্যাণমূলক এবং বঙ্গবন্ধুর বাংলাদেশকে বহুজাতিক সমাজে উদ্ভাসিত করার কর্মকাণ্ডে জড়িয়ে ছিলেন। কথা একটু বেশি বললেও তার প্রতিটি অঙ্গীকার পূরণে কখনোই থেমে থাকেননি।
শামসুল ইসলামের সকল কর্মকাণ্ডের ঘনিষ্ঠ সহকর্মী মুনির চৌধুরী বলেন, মাস তিনেক আগে পারিবারিক কিছু কাজের জন্য বাংলাদেশে গেছেন শামসুল। সেখানে অবস্থানকালেই করোনায় আক্রান্ত হন। চিকিৎসা চলার মধ্যেই আরো স্বাচ্ছন্দ্যে কোয়ারেন্টিনে অবস্থানের প্রত্যাশায় ঢাকা থেকে ২৩ মার্চ সন্ধ্যায় কুলাউড়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন।
কন্সাল জেনারেল এ সংবাদ জানার পরই ভেঙে পড়েছেন। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন। তাকে কুলাউড়ায় পারিবারিক গোরস্থানে দাফন করা হচ্ছে বলেও জানান মুনির চৌধুরী।
কমিউনিটি সেবায় আজীবন নিয়োজিত শামসুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি আব্দুল কাদের মিয়া এবং নির্বাহী সদস্য লাবলু আনসার।
বিডি প্রতিদিন/ফারজানা