স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করেছে সুইডেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশি ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর ইন সুইডেন।
করোনা মহামারী প্রাদুর্ভাবের কারণে অনলাইনের মাধ্যমে সম্মিলিতভাবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করে সংগঠনটি।
আমরা তোমাদের ভুলবো না এই স্লোগানে একত্রিত হয়েছিলেন সুইডেনে বসবাসরত একদল বাংলাদেশি ইউটিউবার। নিজ দেশ থেকে হাজারো মাইল দূরে গিয়েও শত ব্যস্ততার মাঝে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যেকেই তাদের নিজস্ব মতামত জানিয়েছেন।
উল্লেখ্য, সুইডেনে বসবাসরত একদল ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর গত বছর প্রতিষ্ঠা করেন বাংলাদেশি ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর ইন সুইডেন। এই সংগঠনের সদস্য তানজিরুল ইসলাম জানান, করোনা পরিস্থিতির মধ্যে অনলাইনে বাংলাদেশের জাতীয় অনুষ্ঠানগুলো উদযাপন করা হয়। এছাড়া বাংলাদেশের সংস্কৃতিকে স্থানীয়দের কাছে তুলে ধরতে এই সংগঠন কাজ করে যাচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন