মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় ‘গণহত্যা দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (২৫ মার্চ) বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরুতে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করা হয়। মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য এবং দেশের শান্তি ও উন্নতি কামনায়ও বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত হাই কমিশনার জনাব মোঃ সোহেল পারভেজ। দিবসটির তাৎপর্য ও গুরুত্ব ব্যাখ্যা করে স্বাগত বক্তব্য প্রদান করেন হাই কমিশনের তৃতীয় সচিব জনাব মিজানুর রহমান ভূঁইয়া। এছাড়াও প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দরাও বক্তব্য রাখেন।
প্রধান অতিথি তার বক্তব্যে গভীর শ্রদ্ধার সাথে ২৫ মার্চ কাল রাতে হানাদার পাকিস্তান সেনা বাহিনীর হাতে নিহত বাঙালিদের স্মরণ করে বলেন, 'বাংলাদেশকে সুখী সমৃদ্ধ করতে এর স্বাধীনতা ও ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।'
অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশীদের মালদ্বীপে করোনাভাইরাসের টিকা গ্রহণ ও স্বাস্থ্য বিধি মেনে তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে অনুরোধ করা হয়। পরিশেষে 'গণহত্যার' উপর একটি সচিত্র প্রতিবেদন প্রদর্শন করা হয়।
বি ডি প্রতিদিন/ অন্তরা কবির