২২ এপ্রিল, ২০২১ ২২:৫৬

টাইমস স্কোয়ারে বোমা হামলা: বাংলাদেশি আকায়েদ উল্লার যাবজ্জীবন

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

টাইমস স্কোয়ারে বোমা হামলা: বাংলাদেশি আকায়েদ উল্লার যাবজ্জীবন

আকায়েদ উল্লা

বিশ্বখ্যাত টাইমস স্কোয়ার-সাবওয়েতে পাইপ বোমার বিস্ফোরণ ঘটিয়ে বহু মানুষকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত থাকার দায়ে বাংলাদেশি আকায়েদ উল্লার (৩১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ম্যানহাটানের ফেডারেল জজ।

আজ বৃহস্প্রতিবার এ রায় ঘোষণা করা হয়।

আইসিসের মদদপুষ্ট হয়ে যুক্তরাষ্ট্রে ধ্বংস-যজ্ঞ চালানোর অভিপ্রায়ে নিজ হাতে পাইপ বোমা তৈরি করেন। এরপর সেই বোমা শরীরে বেঁধে টাইমস স্কোয়ার হয়ে হেঁটে পোর্ট অথরিটি বাস টার্মিনালে ভীড়ের মধ্যে সেটি বিস্ফোরণ করা হয় ২০১৭ সালের ডিসেম্বরে। ফলে আকায়েদের ষড়যন্ত্র অনুযায়ী ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো সম্ভব না হলেও সে নিজে আহত হয় এবং সাথে পথচারীদের কয়েকজনও আহত হন।

নিউইয়র্ক সিটির ব্রুকলীনে বসবাসরত স্বদ্বীপের সন্তান আকায়েদ এই হামলার উদ্দেশ্যে গৃহত্যাগের আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, ‘ট্রাম্প, তুমি তোমার দেশকে রক্ষায় ব্যর্থ হচ্ছো’।

ফেডারেল কোর্টে আকায়েদ উল্ল্যা দোষী সাব্যস্ত হন ২০১৮ সালের নভেম্বরে। এরপর তিনি প্রাণভিক্ষা চেয়েছিলেন। কিন্তু সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনার পর জজ রিচার্ড জে সুলিভান আকায়েদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর