নিউইয়র্কে পেশাজীবী সাংবাদিকদের সৌজন্যে ‘ইয়র্ক হোল্ডিং রিয়েল্টি’ ও ‘জাকির এইচ চৌধুরী ফাউন্ডেশন’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে করোনায় মৃতদের আত্মার মাগফেরাত এবং আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি বিশ্বব্যাপী এই মহামরিতে বিপর্যস্তদের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সকলকে সোচ্চার থাকার আহ্বান জানানো হয়।
মঙ্গলবার জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন হোস্ট প্রতিষ্ঠানদ্বয়ের কর্ণধার জাকির এইচ চৌধুরী। স্বাগত বক্তব্যে জাকির এইচ চৌধুরী সকলের আন্তরিক সহায়তা ও সমর্থন কামনা করেছেন সেবামূলক কাজে। কমিউনিটির মানুষের সহযোগিতার দিগন্ত যত প্রসারিত হবে ততবেশী মানবতার কল্যানে আত্মনিয়োগ করা যাবে বলে উল্লেখ করেন জাকির।
আবুল কাশেমের উপস্থাপনায় বিশেষ মোনাজাতের পর ইফতার গ্রহণের প্রাক্কালে সংক্ষিপ্ত এক আলোচনায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক বেবী নাজনীন, সাপ্তাহিক বাংলাদেশ’র সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, বাংলাদেশ প্রতিদিনের উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, চ্যানেল আইয়ের উত্তর আমেরিকাস্থ প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, ভয়েস অব আমেরিকার নিউইয়র্ক প্রতিনিধি আকবর হায়দার কিরণ, প্রথম আলো উত্তর আমেরিকার চীফ রিপোর্টার মঞ্জুরুল হক, বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভির সিইও আলিম খান আকাশ, সাপ্তাহিক প্রবাসের সম্পাদক মো. সাঈদ, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতা পারভেজ সাজ্জাদ, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন প্রমুখ।
বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, বাংলা ভিশনের প্রতিনিধি নিহার সিদ্দিকী, নবযুগের সম্পাদক সাহাবউদ্দিন সাগর, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার মো. আবুল কাশেম, সাংবাদিক মোস্তফা অনীক রাজ, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, এটর্নী এহসান হাবিব, জাতীয়তাবাদি ফোরামের সভাপতি নাসিম আহমেদ, বিএনপি নেতা মাহমুদ হাসান, জাহাঙ্গির সোহরাওয়ার্দি, সালেহ আহমেদ মানিক, শামীম আহমেদ, যুক্তরাষ্ট্র যুবদলের সেক্রেটারি আবু সাঈদ, জাগপা সভাপতি রহমতউল্যাহ, ব্যবসায়ী লুৎফর রহমান প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুবনেতা আমানত হোসেন আমান।
বিডি প্রতিদিন/হিমেল