কাতার বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক প্রাপ্ত চট্টগ্রাম হাটহাজারীর কৃতি শিক্ষার্থী মোহাম্মদ আবু তালেব'কে সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার রাজধানী দোহার নাজমায় অফিস প্রাঙ্গনে সংবর্ধনা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও গুড লাক ট্রেডিং সার্ভিসেস কোম্পানির চেয়ারম্যান ইউসুফ সিকদার।
মহিউদ্দিন কাজলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব ইসমাইল মনসুর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাম সারওয়ার মিশু, বাবুল গাজী, মোহাম্মদ আলী, শাহাদাত হোসেন, মোহাম্মদ তৈয়ব, খোরশেদ আলম, ইদ্রিস মিয়া, কাতার বাংলা প্রেসক্লাবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত