১৫ জুন, ২০২১ ০১:২৭

ক্যান্সার আক্রান্ত কাতার প্রবাসী ইস্কান্দার আলী আর নেই

আমিন ব্যাপারী, কাতার :

ক্যান্সার আক্রান্ত কাতার প্রবাসী ইস্কান্দার আলী আর নেই

কাতারে হামাদ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চট্টগ্রাম রাউজানের ক্যান্সার আক্রান্ত প্রবাসী মো. ইস্কান্দার আলী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না রাজিউন)। গতকাল সোমবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২, তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে গেছেন।

ইস্কান্দার আলীর মরদেহ দ্রুত দেশে প্রেরণ ও তার পরিবারকে এক কালীন আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন কাতার চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ নূর।তিনি জানান, নিজ মাতৃভূমির জন্য মৃত্যুর আগে আকুতি জানিয়েছিলেন যেন তাকে দেশে যেতে সুযোগ দেওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাতে সায় দেননি। আল্লাহর নিয়তি সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কাতারে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে খুব শীঘ্রই বাংলাদেশে মরদেহ পাঠানোর সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. মুস্তাফিজুর রহমান। সেই সাথে দেশে মরদেহ দাফন বাবদ বিমানবন্দর থেকে ৩৫ হাজার টাকা ও পরিবারের আর্থিক সহায়তা ৩ লক্ষ টাকা দিবে প্রবাসী কল্যাণ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর