স্পেনের মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ স্পেন শাখার সভাপতি এসআরআইএস রবিনের উদ্যোগে আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করেছেন স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। গত সোমবার (২৬ জুলাই) মাদ্রিদের একটি রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানটি দল-মত নির্বিশেষে কমিউনিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয়।
বাংলাদেশি কমিউনিটির সম্মানে এ নৈশভোজের আয়োজক এসআরআইএস রবিন বলেন, দীর্ঘদিন করোনার কারণে মাদ্রিদে প্রবাসী বাংলাদেশিরা একত্রিত হয়ে গল্প করা বা আড্ডা দেয়ার সুযোগ পাচ্ছিলেন না। একে অন্যের সাথে দেখা সাক্ষাতও হচ্ছে না অনেক দিন। বর্তমানে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় সকলকে দাওয়াত করেছি। ঈদও সদ্য শেষ হলো। তাই বাড়তি আনন্দের আমেজও রয়েছে।
অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, কমিউনিটি নেতা নূর হোসেন পাটোয়ারী, মনোয়ার হোসেন মনু, বিএনপি স্পেন শাখার সভাপতি মোজাম্মেল হোসেন মনু, আওয়ামী লীগ স্পেন শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ূম সেলিম, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন নেতা আব্দুল কাইয়ূম মাসুক, স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ, সদস্য কবির আল মাহমুদ, সিদ্দিকুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি এক্রামুজ্জামান কিরণ, সাধারণ সম্পাদক হিমেল আহমেদ ইসহাক, আওয়ামী লীগ স্পেন শাখার সাধারণ সম্পাদক মো. রিজভী আলম, যুগ্ম সাধারণ সম্পাদক তামিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বদরুল কামালী, কমিউনিটি নেতা সৈয়দ মাসুদুর রহমান নাসিম, বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু, নোয়াখালী জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি জালাল আহমেদ, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন শাকিল, বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির সভাপতি হেমায়েত খান, সাধারণ সম্পাদক তুতা কাজী, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এইচ এম মাসুদুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর