১৬ অক্টোবর, ২০২১ ০৯:১৯

নিউইয়র্কে র‌্যালি থেকে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

নিউইয়র্কে র‌্যালি থেকে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান

নিউইয়র্কে অনুষ্ঠিত এক র‌্যালিতে বক্তৃতাকালে সাংবাদিক সৈয়দ মুহম্মদ উল্লাহ বলেন, সাম্প্রদায়িক শক্তি বিশেষ একটি মহলের মদদে শেখ হাসিনা সরকারকে ফেলে দিতে চাচ্ছে। দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্রের অংশ হিসেবে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা চলার মধ্যে বুধবার কুমিল্লায় কুরআন অবমাননার অভিযোগ তুলে উত্তেজনা সৃষ্টি করা হয়। দু:খজনক কিছু পরিস্থিতি তৈরী করে সাম্প্রদায়িক অপশক্তি ক্ষমতা দখল করতে চাচ্ছে। এধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে প্রবাসের সকলকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহবান জানান সৈয়দ মুহম্মদ উল্লাহ।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নিউইয়র্ক চ্যাপ্টারের এ র‌্যালিতে সভাপতিত্ব করেন শহীদ সন্তান ফাহিম রেজা নূর। হোস্ট সংগঠনের সেক্রেটারি স্বীকৃতি বড়ুয়ার সঞ্চালনায় ১৫ অক্টোবর সন্ধ্যায় জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত এ র‌্যালিতে বক্তব্যকালে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ বলেছেন, অসাম্প্রদায়িক চেতনার মন্ত্রে উজ্জীবিত বাঙালি সত্ত্বা অটুট রাখতে ধর্মের নামে জঙ্গিবাদে লিপ্তদের মুলোৎপাটনে সকলকে সজাগ থাকতে হবে। একাত্তর এবং পঁচাত্তরের ঘাতকেরা নবউদ্যমে ষড়যন্ত্রে মেতে উঠেছে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রা থামিয়ে দিতে। চিহ্নিত সেই মহলকে শক্তহাতে দমনের বিকল্প নেই।
‘দেশব্যাপি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী, উস্কানীদাতা পূজা মন্ডপে হামলাকারিদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবি’তে অনুষ্ঠিত এ র‌্যালিতে আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আনোয়ার বাবলু, বীর মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস, কমিউনিটি এ্যাক্টিভিস্ট হোসনেআরা, মোজাহিদ আনসারী, সাংবাদিক মুহাম্মদ ফজলুর রহমান, গোপাল সান্যাল প্রমুখ। আরো ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী এবং তার সন্তানেরা, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রীচি, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন হিরু প্রমুখ।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর