মেক্সিকোতে বাংলাদেশ দূতাবাসে গতকাল মঙ্গলবার যথাযােগ্য মর্যাদায় ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করেছে। এ উপলক্ষে দূতাবাস ওয়েবিনারের মাধ্যমে একটি আলােচনা অনুষ্ঠানের আয়ােজন করে। এতে মেক্সিকোতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিসহ দূতাবাসে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে আলােচনাকালে অংশগ্রহণকারীরা দিবসটির তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে আলােকপাত করেন। রাষ্ট্রদূত আবিদা ইসলাম মহানবী (সা.)-এর শিক্ষা এবং জীবনাদর্শ অনুসরণ করে নিজেদের জীবনে প্রতিফলন ঘটানাের জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে এক বিশেষ মােনাজাতের করে ঈদে মিলাদুন্নবীর আলােচনা অনুষ্ঠান সমাপ্ত হয়। আলােচনা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির