২৩ নভেম্বর, ২০২১ ০৯:৫৭

হাসান আজিজুল হক স্মরণে টরন্টোতে আলোচনা ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী

আহসান রাজীব বুলবুল, কানাডা

হাসান আজিজুল হক স্মরণে টরন্টোতে আলোচনা ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী

টরন্টো ফিল্ম ফোরামের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টারে বাংলাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী এবং আলোচনা অনুষ্ঠিত হয়। 

উল্লেখ্য, ১৫ নভেম্বর হাসান আজিজুল হক রাজশাহীর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

হাসান আজিজুল হক স্মরণে অনুষ্ঠিত চলচ্চিত্র প্রদর্শনী এবং আলোচনায় প্রসূন রহমান পরিচালিত তাঁর জীবনভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র ‘এই পুরাতন আখরগুলি’ প্রদর্শিত হয়। 

চলচ্চিত্র প্রদর্শনী শেষে তাঁর জীবন ও কর্ম নিয়ে আলোচনায় অংশ নেন কবি আসাদ চৌধুরী, সামাজিক সংগঠক বিদ্যুৎ রঞ্জন দে, টরন্টো ফিল্ম ফোরামের কার্যনির্বাহী সদস্য শেখ শাহনওয়াজ, টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুল, সাংবাদিক শওগাত আলী সাগর, উদীচীর সাবেক সভাপতি সৈয়দ আজফর, সিনেমাটোগ্রাফার অপু রোজারিও, শিক্ষিকা জ্যানেট গমেজ, সাংস্কৃতিক সংগঠক নয়ন হাফিজ, টরন্টো ফিল্ম ফোরামের অর্থ সম্পাদক সাহিদুল আলম টুকু, রিয়েল্টর সুবল সাহা এবং টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক মনিস রফিক।  

অনুষ্ঠানটি সঞ্চালনা এবং হাসান আজিজুল হক’কে নিয়ে লিখিত কবি সাইফুল্লাহ মাহমুদ দুলালের কবিতা পাঠ করেন টরন্টো ফিল্ম ফোরামের কার্যনিবাহী সদস্য সোলাইমান তালুত রবিন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর