২৮ জানুয়ারি, ২০২২ ২২:১৩

সীতাকুন্ডের সাবেক মেয়র আবুল কালাম আজাদ আর নেই

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

সীতাকুন্ডের সাবেক মেয়র আবুল কালাম আজাদ আর নেই

বীর মুক্তিযোদ্ধা এবং চট্টগ্রামের সীতাকুন্ড সিটির সাবেক মেয়র আবুল কালাম আজাদ আর নেই। শুক্রবার সকালে নিউইয়র্ক স্টেটের বাফেলোতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

একমাত্র কন্যার বাসায় অবস্থান করে দীর্ঘদিন ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। এই মুক্তিযোদ্ধার জামাতা আরিফুল ইসলাম এবং যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মিল্টন ভূইয়া পৃথকভাবে আরো জানান, মরহুমের লাশ নিজ এলাকায় দাফনের প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে। তার একমাত্র পুত্র চট্টগ্রামে বাস করছেন। 

উল্লেখ্য, ২০১৪ সালে কন্যার বাসায় আসার পর ক্যান্সার ধরা পড়ায় তিনি আর বাংলাদেশে ফিরতে পারেননি। 

একাত্তরের রনাঙ্গনে অসম সাহসী এই মুক্তিযোদ্ধা সিটি মেয়র হিসেবে দায়িত্ব পালনকালেও এলাকার সামগ্রিক কল্যাণে নিজেকে নিবেদিত রেখেছিলেন। তার কফিন বাফেলো থেকে জেএফকে এয়ারপোর্টে আনার পর প্রবাসের মুক্তিযোদ্ধারা অন্তিম অভিবাদন জানানোর প্রস্তুতি নিচ্ছেন বলে সর্বশেষ সংবাদে জানা গেছে। তার লাশ বাংলাদেশে পাঠানোর সমন্বয় করছেন যুক্তরাষ্ট্র স্বেচছাসেবক দলের সেক্রেটারি মাকসুদ এইচ চৌধুরী।  মিল্টন ভূইয়া এবং মাকসুদ চৌধুরী সকলের দোয়া চেয়েছেন এই বীর মুক্তিযোদ্ধার আত্মার মাগফেরাত কামনায়। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর