ভারতের মুম্বাই-এ বাংলাদেশ উপ হাইকমিশনে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের সাথে ২৫ মার্চ ২০২২, গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি স্মরণে ২৫ মার্চ ২০২২ সকালে উপ হাইকমিশনের চ্যান্সেরী ভবনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বাণী পাঠ, শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
স্বাধীনতার ৫১তম বার্ষিকীর প্রাক্কালে দিবসটিতে গণহত্যায় নিহত ও মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত এবং বাংলাদেশের উন্নতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন ও স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদানের কথা স্মরণ করে উপ হাইকমিশনার জনাব চিরঞ্জীব সরকার ২৫ মার্চের গণহত্যায় হানাদার বাহিনীর নৃশংসতার চিত্র তুলে ধরেন। তিনি ইতিহাসের বর্বরতম এ দিনটিতে নিরস্ত্র সাধারণ মানুষের উপর সশস্ত্র আক্রমণকারীদের ধিক্কার জানান।
দিনটি সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করা এবং শোক-কে শক্তিতে পরিণত করার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, এত স্বল্পতম সময়ে এত অধিক মানুষের হত্যা বিশ্বের ইতিহাসে সত্যিই বিরল এবং বিষয়টি আন্তর্জাতিক স্বীকৃতির দাবিদার। আলোচনা সভায় অংশগ্রহণকারী অন্যান্য বক্তারাও জাতির জনকের অবদানের কথা উল্লেখ করে এ দিবসটির তাৎপর্য তুলে ধরেন।
উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে স্থানীয় বিধি বিধানের জন্য সীমিত আকারে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে মুম্বাই-এ বসবাসরত প্রবাসী বাংলাদেশি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং উপ-হাইকমিশনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর