করোনা ভীতির পর এবারই প্রথম মোটামুটি স্বাভাবিক অবস্থায় ফেরার পরিক্রমায় যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপিত হচ্ছে। সোমবার সারা আমেরিকায় (বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যায়) ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৪টায় (বাংলাদেশ সময় রাত ২টায়) হোয়াইট হাউজে মুসলিম সম্প্রদায়ের বিশিষ্টজনকে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ঈদ উপলক্ষে তিনি সকলের সাথে কুশল বিনিময় করবেন বলে হোয়াইট হাউজ থেকে এ সংবাদদাতাকে জানানো হয়েছে।
ঈদ উপলক্ষে বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা এবং মুসলিম দেশসমূহের রাষ্ট্রদূত ছাড়াও কংগ্রেস ও বিভিন্ন স্টেট পার্লামেন্টে নির্বাচিত মুসলমান প্রতিনিধিগণকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এরফলে মুসলিম আমেরিকানরা ভিন্ন এক আমেজে দিনটি উদযাপন করবেন।
ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামকেও আমন্ত্রণ জানানো হয়েছে। জর্জিয়া স্টেটের সিনেটর শেখ রহমানও থাকবেন সে অনুষ্ঠানে।
দু’বছর পর এবার ঈদের মার্কেটে ত্যাজিভাব পরিলক্ষিত হচ্ছে নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে। টুপি, পাঞ্জাবী, লেহেঙ্গা থেকে সেলোয়ার-কামিজ, শাড়ি-সবগুলোরই বিক্রির হিড়িক পড়ে গেছে। ঈদ মার্কেটিংয়ের এই পরিধি বিস্তৃত হয়েছে ব্রঙ্কসের পার্কচেস্টার, জ্যামাইকা, ওজনপার্ক থেকে চার্চ-ম্যাকডোনাল্ড হয়ে নিউকার্ক পর্যন্ত।
উল্লেখ্য, সোমবার ঈদ উদযাপন করার কর্মসূচি ঘোষণা করেছে অধিকাংশ মসজিদ। সামান্যসংখ্যক মসজিদে ঈদ উযাপিত হলো রবিবার।
কাউন্সিল অন আমেরিকান মুসলিম সোসাইটি এবং কম্যুনিটিভিত্তিক মসজিদ সম্প্রদায়ের সূত্র অনুযায়ী এবারও যুক্তরাষ্ট্রের ৩ হাজারের অধিক মসজিদের ব্যবস্থাপনায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। নিউইয়র্ক অঞ্চলে বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে। এজন্যে বেশ কটি খোলামাঠে ঈদ জামাতের আয়োজন থমকে দাঁড়িয়েছে। বিকল্প হিসেবে সে সব মসজিদে একাধিক ঈদ জামাত হবে বলে সর্বশেষ সংবাদে জানা গেছে।
শনি ও রবিবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে অলি-গলিতে হুমড়ি খেয়ে পড়েন ক্রেতা-সাধারণ। শেষ সময়ের এই ব্যস্ততায় দোকানিরাও সন্তুষ্ট। উল্লেখ্য, দীর্ঘদিন পর এবার জ্যাকসন হাইটসে বাংলাদেশী বাণিজ্যিক পল্লীতে ‘ঈদ মুবারক’ লেখা আলোকসজ্জা করা হয়েছে। লেখা হয়েছে ‘স্বাগতম-জ্যাকসন হাইটস’। আলোর ঝলকানিতে তরুণীরা মেতে উঠেছেন মেহেদী রাঙাতে। এ এক বাড়তি আয় স্কুল-কলেজগামী তরুণীদের জন্যে।
উল্লেখ্য, ঈদ উপলক্ষে এবার নিউইয়র্কের সকল পাবলিক স্কুলে ছুটি পালিত হবে। তাই ঈদ-আনন্দে মেতে উঠতে আগ্রহী কর্মব্যস্ত গৃহিনীরাও লুফে নিচ্ছেন স্বল্প অর্থে মেহেদী রাঙানোর অপূর্ব এ সুযোগ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন