অস্ট্রেলিয়ার সিডনিস্থ হার্স্টভিল সিভিক থিয়েটার অডিটোরিয়ামে গত ১২ জুন (রবিবার) বাসভূমি আয়োজিত ‘মাকে মনে পড়ে’ অনুষ্ঠানে মায়েদের প্রতি সম্মান জানিয়ে ৪ জন রত্নগর্ভা মাকে বাসভূমি সম্মাননা প্রদান করা হয়। এ সময় হল ভর্তি দর্শকের উপস্থিতিতে মা’কে নিয়ে একটি আবেগময় সন্ধ্যায় সবাই আপ্লুত হয়ে পড়েন।
সম্মাননাপ্রাপ্ত মায়েদের মধ্যে অন্যতম হচ্ছেন লুৎফেয়ারা বেগম। যিনি তাঁর জীবনের সমস্তটা দিয়ে নিজ সন্তানদের প্রতিষ্ঠিত করেছেন। তারমধ্যে তাঁর জ্যেষ্ঠপুত্র ফয়সাল আজাদ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ায় সুপ্রতিষ্ঠিত। ফয়সাল আজাদ একাধারে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক অঙ্গনে সুপ্রতিষ্ঠিত ও সুপরিচিত।
লুৎফেয়ারা বেগমের স্বামী ছিলেন সিডনির প্রয়াত সফল সংগঠক, সমাজকর্মী, স্বদেশ বার্তা'র প্রতিষ্ঠাতা সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা-সভাপতি মরহুম নুরুল আজাদ। যিনি জীবদ্দশায় একজন সফল মানুষ ছিলেন।
অনুষ্ঠানে লুৎফেয়ারা বেগম বাসভূমিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই সম্মাননা প্রাপ্তিতে সত্যি আমি আনন্দিত। আমি বাসভূমিকে ধন্যবাদ জানাই। সেই সাথে সবাই আমার জন্য দোয়া করবেন।
ফয়সাল আজাদ বলেন, আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন, কেননা আমার মা ক্যান্সারে আক্রান্ত। আল্লাহ যেন আমার মাকে সুস্বাস্থ্যময় দীর্ঘজীবন দান করেন।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বাসভূমির কর্ণধার আকিদুল ইসলাম, শামীমা সুমী, তাফতুন নাইম নিতু ও আয়েশা মানহা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন