স্পেনের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বার্সেলোনা বিশ্ববিদ্যালয়ে ‘বার্সেলোনায় বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক এক বর্ণাঢ্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী, বাংলাদেশের স্বাধীনতার ৫১তম বর্ষ এবং স্পেন-বাংলাদেশ দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের সূবর্ণজয়ন্তী উদযাপন কর্মসূচির অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে সূচনা বক্তব্যে স্পেন, এন্ডোরা ও ইকুয়েটরিয়াল গিনিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ বলেন, ‘১৯৭৪ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রদত্ত বঙ্গবন্ধুর অনবদ্য ভাষণে তার বিশ্বশান্তির দর্শন অনুসরণেই নিহিত রয়েছে আজকের সংকটময় পরিস্থিতির বিশ্বজনীন সমাধান।
রাষ্ট্রদূত বাংলাদেশের দ্রুত বর্ধনশীল এগ্রোপ্রসেসিং, অটোমােবাইল ও মেডিক্যাল ডিভাইস মেনুফ্যাকচারিং, তথ্যপ্রযুক্তি, সুনীল অর্থনীতি এবং পর্যটন ও হসপিটালিটি খাতে বৈদেশিক বিনিয়ােগের ক্ষেত্রে ব্যবসাবান্ধব পরিবেশ ও আকর্ষণীয় কর-প্রণােদনার সুযােগ গ্রহণের লক্ষ্যে স্প্যানিশ ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
বক্তব্য শেষে তিনি বঙ্গবন্ধুর সংগ্রামমুখর জীবনালেখ্য ও ‘বাংলাদেশ ব্র্যান্ডিং’ এর উপর একটি মনােগ্রাহী ভিডিও তথ্যচিত্র উপস্থাপন করেন।
উদ্বোধনী বক্তব্যে স্বাগতিক বিশ্ববিদ্যালয়ের রেক্টর (উপাচার্য) প্রফেসর জন গার্ডিয়া বলেন, ‘বাংলাদেশের অপ্রতিরােধ্য অগ্রযাত্রায় বার্সেলােনা বিশ্ববিদ্যালয় ঐকান্তিক শুভানুধ্যায়ী। এখানে উচ্চশিক্ষায় অধিকসংখ্যক বাংলাদেশি ছাত্রছাত্রীকে আমরা সাদর স্বাগত জানাই।’
সেমিনারে ঢাকা থেকে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি আসিস বেনিতেজ সালাস।
আরও বক্তব্য রাখেন স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিজভী আলম, বার্সেলােনায় বাংলাদেশের অনারারি কনসাল রেমন পেড্রো এবং স্প্যানিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযােগী প্রতিষ্ঠান কাসা এশিয়ার মহাপরিচালক জাভিয়ের প্যারোন্ডো।
বার্সেলােনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এন্টোনিনা টোরেন্স দক্ষিণ-পূর্ব এশিয়ায় টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনার উপর এবং প্রফেসর আলেক্স অ্যাগুইলার সুন্দরবনের অনন্য জীববৈচিত্র্য বিষয়ে গবেষণা-নিবন্ধ উপস্থাপন করেন।