৭ আগস্ট, ২০২২ ০৮:৪০

নিউইয়র্কে ‘বাংলাদেশ কনভেনশন’ ২ থেকে ৪ সেপ্টেম্বর

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

নিউইয়র্কে ‘বাংলাদেশ কনভেনশন’ ২ থেকে ৪ সেপ্টেম্বর

আগামী ২ থেকে ৪ সেপ্টেম্বর অর্থাৎ লেবার ডে উইকেন্ডে নিউইয়র্কে ‘বাংলাদেশ সম্মেলন’ হবে লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলের গ্র্যান্ড বলরুমে। এ সম্মেলনে সেমিনার, সিম্পোজিয়াম, কালচারাল শো ছাড়াও পরিকল্পনা করা হচ্ছে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা, লিটল বুক ফেয়ারসহ আরও বেশ কিছু চমকপ্রদ সেবাধর্মী কাজের।

উত্তর আমেরিকায় বাংলা সংস্কৃতির অন্যতম প্রমোটার সংগঠন ‘শো-টাইম মিউজ’র সিইও আলমগীর খান আলম হচ্ছেন এই আয়োজনের সদস্য-সচিব। ৩ অগাস্ট বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আলমগীর খান বলেন, এবারের বাংলাদেশ কনভেনশনের আহবায়ক হিসাবে ডা. চৌধুরী সারওয়ারুল হাসান এবং চেয়ারম্যান হিসাবে থাকবেন বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নূরুল আজিম। চীফ কো-অর্ডিনেটর হচ্ছেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট আহসান হাবিব। আলমগীর খান আলম বলেন, এ অনুষ্ঠানে বাংলাদেশের অনেক খ্যাতিমান ব্যক্তিত্বের পাশাপাশি কনকচাপাসহ জনপ্রিয় অনেক সঙ্গীত শিল্পী উপস্থিত থাকবেন। তিনি এ অনুষ্ঠানকে সার্থক ও সফল করে তোলার জন্য সকল বাংলাদেশী আমেরিকানকে হাত বাড়িয়ে দেয়ার এবং প্রোগ্রামে অংশ নেয়ার আহ্বান জানান।

একইসময়ে ফোবানার সম্মেলন অনুষ্ঠিত হবে লসএঞ্জেলেস সিটিতে। শিকাগোতেও আরেকটি ফোবানার প্রস্তুতি চলছে বলে শোনা যাচ্ছে। ঠিক একইসময়ে নিউইয়র্কে বাংলাদেশ সম্মেলনের ঘোষণার মধ্যে ফোবানার পাল্টা কিছুর আলামত রয়েছে-এমন এক প্রশ্নের জবাবে বাংলাদেশ কনভেনশনের আহ্বায়ক ডা. হাসান বলেন, ফোবানার সঙ্গে আমাদের কনভেনশনের কোন প্রতিযোগিতা নেই। লেবার ডে’তে বিপুলসংখ্যক বাংলাদেশি আমেরিকানদের কথা মাথায় রেখে আমরা এই আয়োজন করছি। বিনোদনের সঙ্গে কমিউনিটির প্রতি আমাদের দায়বদ্ধতার বিষয়টিকেও প্রাধান্য দিচ্ছি। তাই বেশ কয়েকটি সেশন থাকবে খুবই জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তিনি কনভেনশনের সাফল্য কামনায় মিডিয়াসহ সকল মহলের সহযোগিতা কামনা করেন।

চৌধুরী সারওয়ারুল হাসান আরো বলেন, উত্তর আমেরিকায় বাংলাদেশিদের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি কালচার তুলে ধরার জন্য বহু বছর আগে ফোবানা এ ধরনের অনুষ্ঠান শুরু করেছিলো, কিন্তু সংগঠনটি এখন বহুভাবে বিভক্ত। এবং একই নামে একাধিক স্থানে অনুষ্ঠান আয়োজন করায় অনুষ্ঠানের মান থাকছে না। যে উদ্দেশ্যে ফোবানা করা হয়েছিলো তা থেকে তারা অনেক দূরে সরে গেছেন। তাই এখন সময় এসেছে কাউকে না কাউকে দায়িত্ব নিয়ে কাজটি এগিয়ে নেয়ার। আমরা বাংলাদেশ সম্মেলনের মাধ্যমে প্রকৃত অর্থে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার চেষ্টা করবো।

এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে চীফ কো-অর্ডিনেটর আহসান উপস্থিত সাংবাদিকদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, আমাদের সকল আয়োজনে অতীতে আপনাদের যে রকম সহযোগিতা পেয়েছি, আগামী কনভেনশনেও তা পাব বলে আশা করছি।

আয়োজকরা জানান, খুব শিগগিরই ৩দিনের বিস্তারিত কর্মসূচি ওয়েব সাইটের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর