১৮ আগস্ট, ২০২২ ১১:৩৪

প্রতীক্ষার অবসান: নিউইয়র্ক স্টেট ও দুই মহানগর বিএনপির কমিটি ঘোষণা

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

প্রতীক্ষার অবসান: নিউইয়র্ক স্টেট ও দুই মহানগর বিএনপির কমিটি ঘোষণা

নবগঠিত নিউইয়র্ক স্টেট কমিটির শীর্ষ কর্মকর্তাদের পাশে নিয়ে গণমাধ্যমে আন্দোলনের পরিকল্পনার কথা জানাচ্ছেন আহ্বায়ক মাওলানা অলিঊল্লাহ মোহাম্মদ আতিকুল্লাহ। ছবি: বাংলাদেশ প্রতিদিন

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিএনপির নিউইয়র্ক স্টেট ও মহানগর উত্তর-দক্ষিণের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে বুধবার।  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এই তিন শাখা কমিটির প্রতিটি ৪১ সদস্য বিশিষ্ট করা হয়েছে। 

নিউইয়র্ক স্টেট বিএনপির আহ্বায়ক হয়েছেন বহু বছর যাবত নিউইয়র্কে রাজপথের লড়াকু সৈনিক মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমানকে (কুমিল্লা)। 

কমিটির অন্য কর্মকর্তারা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন (চট্টগ্রাম), যুগ্ম আহ্বায়ক এবাদ চৌধুরী (সিলেট), মতিউর রহমান লিটু (বরিশাল), আমিনুল ইসলাম চৌধুরী (কুমিল্লা), নাসিম আহমেদ (নোয়াখালী), শহিদুল ইসলাম শিকদার (ঝালকাঠি), বদরুল  হক আজাদ (চট্টগ্রাম), কাওসার আহমেদ (সিলেট), নীরা রাব্বানী (বরিশাল), দেওয়ান কাওসার (ঢাকা), হুমায়ুন কবির (চাঁদপুর), আশরাফ হোসেন (ব্রাহ্মণবাড়িয়া), আরিফুর রহমান (গাজীপুর), আনিসুর রহমান (মানিকগঞ্জ)।

সদস্য সচিব হয়েছেন মাঠের পরীক্ষিত সংগঠক সাইদুর রহমান সাইদ (ব্রাহ্মণবাড়িয়া)। যুগ্ম সদস্য সচিব রিয়াজ মাহমুদ (নোয়াখালী)। 

সদস্যরা হলেন- জসিম উদ্দীন ভিপি (কুমিল্লা), বীর মুক্তিযাদ্ধা ওয়াহেদ আলী মন্ডল (বগুড়া), বীর মুক্তিযাদ্ধা মশিউর রহমান, বশির (নেত্রকোনা), মোতাহার হোসেন (নেয়াখালী), গোলাম হোসেন (নেয়াখালী), মাহবুবুর রহমান মুকুল (নরসিংদী), মিয়া আলীম পাখী (মুন্সীগঞ্জ), ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম চেয়ারম্যান ( কুমিল্লা), সাইফুল ইসলাম (বগুড়া), হাবিবুর রহমান (নারায়ণগঞ্জ), রইচ উদ্দীন (কুষ্টিয়া), আব্দুল কাইয়ুম (নরসিংদী), মাইনুল করিম টিপু (নেয়াখালী), আমিনুর রহমান খোকন (দিনাজপুর), মাইনুল হাসান মুহিদ (খুলনা), ফয়সল মাহমুদ (ঢাকা), জিয়াউর রহমান মিলন (ঢাকা), কাজী আসাদ উল্লাহ (কুমিল্লা), কামাল উদ্দীন (ঢাকা), জসিম উদ্দীন (হবিগঞ্জ), হাজী জহিরুল ইসলাম (কুমিল্লা), আলমগীর হোসেন (নেয়াখালী) ও রুবেল হাসান (পাবনা)। 

নিউইয়র্ক মহানগর দক্ষিণ শাখা: আহ্বায়ক হয়েছেন সাবেক ছাত্রনেতা ও রাজপথের লড়াকু সৈনিক হাবিবুর রহমান সেলিম রেজা (বরিশাল), সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসাইন (ঢাকা), যুগ্ম আহ্বায়ক এমলাক হোসাইন ফয়সল (চট্টগ্রাম), রুহুল আমিন নাসির (বরিশাল), খলকুর রহমান (সিলেট), আলমগীর মৃধা (নরসিংদী), জিয়াউল হক মিশন (বরিশাল), নাসির উদ্দীন (ময়মনসিংহ), দেলোয়ার হোসেন শিপন (ঢাকা), শাহাদাত হোসেন রাজু (কুমিল্লা), রিপন মিয়া (সিলেট), কামাল উদ্দীন দিপু (শরীয়তপুর), মিসেস জোহরা বেগম (চট্টগ্রাম), রেজবুল কবীর (বরগুনা) ও শেখ জহির (শরীয়তপুর)।

সদস্য সচিব- বদিউল আলম (চট্টগ্রাম), যুগ্ম সদস্য সচিব সাইদুর খান ডিউক (কিশোরগঞ্জ), সদস্য আবু তাহের (চট্টগ্রাম), অ্যাডভোকেট আরিফ চৌধুরী (চট্টগ্রাম), গোলাম এন হায়দার মুকুট (দোহার), একেএম আজিজুল বারী তিতাশ (ব্রাহ্মণবাডিয়া), সুমন সরদার (যশোর), কৃষিবিদ সোলাইমান (চাঁদপুর), কামাল হোসেন হাওলাদার (বরিশাল), আবিদুল মান্নান হোসাইন (টঙ্গী), সাখাওয়াত আজাদ (সিলেট), তরিকুল ইসলাম প্রিন্স (পিরোজপুর), সুলতান আহমেদ ভুঁইয়া (লক্ষ্মীপুর), জামাল হোসেন (কুমিল্লা), মহসিন (বরিশাল), নুর এ আলম (কুমিল্লা), শরীফ চৌধুরী পাপ্পু (ঢাকা), আব্বাস উদ্দীন (মাগুরা), ফারদিন রনি (বরিশাল), মিজানুর রহমান মিজান (চাঁদপুর), মারুফ আহমেদ (গাজীপুর), হাসান আহমেদ (সিলেট), হাসান (বরিশাল), নুরুল হুদা (চট্টগ্রাম), নাজমুল করিম কিরন (ঢাকা) ও জামাল রহমান চৌধুরী (ঢাকা)।

নিউইয়র্ক মহানগর উত্তর শাখা: আহ্বায়ক আহবাব চৌধুরী খোকন (সিলেট), সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী আমিনুল ইসলাম স্বপন (ঢাকা), যুগ্ম আহ্বায়ক এ জি এম জাহাংগীর হোসাইন (ঢাকা), এমরান শাহ রণ (বরিশাল), আব্দুর রহিম (সিলেট), শরিফুল ইসলাম খালিশদার (সিলেট), সৈয়দ গাওসুল হোসেন (মৌলবীবাজার), এ আর মাহবুবুর হক (কুমিল্লা), বায়তুল্লাহ শাহীন (নোয়াখালী), আনোয়ার হোসেন জাহিদ (যশোর),  মিসেস  রেজোয়ান রাজ্জাক (সিরাজগঞ্জ), আমির হোসেন (মাদারীপুর), মানিক আহমেদ (সিলেট), শাহীন চৌধুরী (চট্টগ্রাম) ও আনোয়ার হোসেন লেবু (সিরাজগঞ্জ)। 

সদস্য সচিব- ফয়েজ চৌধুরী (সিলেট), যুগ্ম সদস্য সচিব কামরুল হাসান (কুমিল্লা)।

সদস্য ড. নুরল আমিন পলাশ (মাদারীপুর), জাফর তালুকদার (বরিশাল), সেবুল খান মাহবুব (সিলেট), আশরাফুজ্জামান (পঞ্চগড়), আলী রাজা (সিলেট), আব্দুল রহিম সেলিম (ফেনী), সুয়েবর আহমেদ (সিলেট), শাহ কামাল উদ্দীন (সিলেট), ইসমাঈল (নোয়াখালী), লিয়াকত আলী (সিলেট), আবুজাফর ফরাজী (পিরোজপুর), ইমতিয়াজ আহমেদ বেলাল (সিলেট), সৈয়দ আজিজুল হক (চট্টগ্রাম), দিলরুবা বেগম (ঢাকা), রানা মাসুম (নোয়াখালী), সেলিম উদ্দীন (কুমিল্লা),  দিলরুবা আক্তার মায়া (চট্টগ্রাম), মিসেস কাওসার আক্তার ভুঁইয়া (নোয়াখালী), জিয়াউল আহমেদ জামিল (সিলেট), হামিদউল্যা হামিদ রকি (ঢাকা), ফাহিম শাকিল অপু (সিলেট), আমিনুল ইসলাম (টাংগাইল), বাচ্চু মিয়া (নারায়ণগঞ্জ) ও মোহাম্মদ আলী (বগুড়া)। 

অন্তত ৬০ ভার্চুয়াল বৈঠকের পর এসব কমিটির অনুমোদন এলেও অনেক ত্যাগী কর্মীর যথাযথ মূল্যায়ন হয়নি বলে অভিযোগ উঠেছে। বিশেষভাবে অনুগতদের কমিটিতে পুনর্বাসনের নগ্ন প্রকাশ ঘটেছে স্বামীর নামের আগে মিসেস লাগানোর মধ্য দিয়ে। লন্ডন থেকে বিএনপি নেতা আনোয়ার হোসেন খোকন বেশ কয়েক দফায় নেতৃত্ব পেতে আগ্রহীদের বায়োডাটা সংগ্রহ করেছেন। অনেকের সাথে ফোনেও কথা বলেছেন। তারপরও কেন ‘মিসেস’ ব্যবহার করতে হয়েছে স্বামীর নামের আগে-এ প্রশ্ন অনেকের। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন কেউ কেউ কাঙ্ক্ষিত পদ না পেয়ে। আবার বিশেষ একটি অঞ্চলের মানুষকে খুশি করার প্রবণতাও দেখা গেছে এ কমিটি গঠনে-এমন গুঞ্জন রয়েছে। তবে সবকিছু মিলিয়ে বিএনপির আদর্শে উজ্জীবিতরা খুশি এজন্য যে, বিলম্বে হলেও কমিটি এলো। এখন সকলে অধীর আগ্রহে রয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির কমিটির জন্য। ১২ বছর আগে ভেঙে দেওয়া হয় যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি। এরপর দেই-দিচ্ছি বলে সময় ক্ষেপণের মধ্যে অধিক লাভের প্রলোভনে মূল কমিটি পাশ কাটিয়ে স্টেট সমূহের কমিটির অনুমোদন দিচ্ছে হাই কমান্ড। এ নিয়েও নানা কথা রয়েছে তৃণমূলে।

এদিকে, নবগঠিত নিউইয়র্ক স্টেট কমিটির আহ্বায়ক মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান এবং সদস্য-সচিব সাঈদুর রহমান সাঈদ জানিয়েছেন, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে জাতিসংঘের বাইরে তুমুল বিক্ষোভ দেখানো হবে শেখ হাসিনার ভাষণের সময়। ‘যেখানে শেখ হাসিনা-সেখানেই প্রতিরোধ’ কর্মসূচি নিয়ে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা শুরু হয়েছে বলেও জানালেন এই দুই নেতা। তারা বিএনপি পরিবারের সকলের আন্তরিক সহায়তা চেয়েছেন সকল কর্মকাণ্ডে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর