করোনাভাইরাস মহামারি এবং অন্যান্য কারণে ২০২০ এবং ২০২১ সালে আমেরিকানদের যে হারে গড় আয়ু কমেছে, তা গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে বেশি।
‘ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিসটিক্স’ সূত্র জানায়, ২০১৯ সালের তুলনায় গত বছর গড় আয়ু কমেছে ৩ বছর অর্থাৎ ২০১৯ সালে ছিল ৭৯ বছর, গত বছর হয়েছে ৭৬ বছর।
ন্যাটিভ আমেরিকান এবং আলাস্কার আদিবাসীদের গড় আয়ু কমার হার আরও বেশি। ২০২০ সালে তাদের গড় আয়ু চার বছর কমেছে।
জাতীয় স্বাস্থ্য পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, করোনা মহামারীর সংক্রমণ অব্যাহত থাকায় এমন অবস্থা সৃষ্টি হয়েছে।
স্বাস্থ্য গবেষকরা বুধবার আরও জানান, করোনায় বহু আমেরিকানের প্রাণহানির ফলে গড় আয়ু উদ্বেগজনকভাবে কমেছে।
ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটির ‘সেন্টার অন সোসাইটি এ্যান্ড হেলথ’র পরিচালক ড. স্টিভেন উফ বলেছেন, গড় আয়ু কমার এ ঘটনা অবশ্যই ‘ঐতিহাসিক’ একটি বিপর্যয়। অবশ্য বিশ্বের অন্য ধনী দেশসমূহেও ২০২০ সালে একই পরিস্থিতির উদ্ভব হয় করোনা মহামারির জন্যে। তবে আমেরিকার মতো এত বেশি গড় আয়ু অন্য দেশে কমেনি।
চিকিৎসা-বিজ্ঞানীরা বলেছেন, করোনাকালে হৃদরোগ, পক্ষাঘাতে আক্রান্ত এবং মানসিক হতাশার পরিপ্রেক্ষিতে আত্মহত্যার ঘটনাও উদ্বেগজনকভাবে বেড়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা