কাতার বিএনপির সিনিয়র সহ সভাপতি পেয়ার মোহাম্মদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল করেছে কাতার বিএনপি।
দোহার নিউ জামান হোটেলে সংগঠনের সহ সভাপতি ইসমাইল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু।
যুগ্ম সম্পাদক মহিউদ্দিন কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাতার বিএনপির সহ সভাপতি ইউসুফ সিকদার, আইনুল করিম বাবু, আব্বাস উদ্দিন, আমিনুল রহমান, আব্দুর রহিম, সাইন উদ্দিন রুহেল, ইয়াকুব খান, রিয়াজ উদ্দিন, খালেদ আহমদ, আনোয়ার হুসেন সাজু, ফনি ভুষন দাস, রফিক খান, মামুন খান, জাকারিয়া চৌধুরী, আমিনুল ইসলাম সুমন, ইঞ্জিনিয়ার আমানত শাহসহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন কাতার বিএনপির সিনিয়র সদস্য ফজর কবির।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন