অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যকরী পরিষদের সভা সিডনির লাকেম্বায় একটি ফাংশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। গত ১ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যায় সংগঠনের সভাপতি মোহাম্মদ আবদুল মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদের সঞ্চালনায় এই সভায় আগামী ১০ ডিসেম্বর সিডনির হার্সভিলের সিভিক থিয়েটার হলে বৃহৎ আকারে বাংলাদেশের ‘মহান বিজয় দিবস’ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
লেখক ও সাংবাদিকদের বৃহত্তম সংগঠন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লাকে আহ্বায়ক করে বিজয়ের এই অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচি গৃহিত হয়। এই কর্মসূচির মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ায় বসবাসরত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও কমিউনিটির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দকে আমন্ত্রণসহ মহান বিজয় দিবস উপলক্ষে একটি বিশেষ স্মরণীকা প্রকাশ করা। নৈশ ভোজের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল