২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ১৮:৫১

ভারতের আলীগড় বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

অনলাইন ডেস্ক

ভারতের আলীগড় বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ভারতের আলীগড় বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রবাসী ছাত্রছাত্রীদের পাশাপাশি বাংলাদেশি বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি ছিলো উল্লেখযোগ্য। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন। 

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন আইন বিভাগ অনুষদের ডীন অধ্যাপক এমজেডএম নোমানী, অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ভারতের সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী সুদর্শন রাজন, প্রক্টর অধ্যাপক ওয়াসিম আলী, ওমর পীরজাদা, আইন বিভাগের ছাত্র আলী হোসেন আরমান প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে শাবান মাহমুদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, বিশ্বে একমাত্র বাঙালি জাতিকেই মাতৃভাষা প্রতিষ্ঠার জন্য জীবন দিতে হয়েছে। যার মূল নেতৃত্বে ছিলেন বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের মায়ের ভাষা বাংলাকে আন্তর্জাতিক মর্যাদায় রূপ দিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঐতিহাসিক অবদানের কথা জাতি চিরদিন মনে রাখবে। তিনি এ ধরনের আয়োজনে আলীগড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। 

মূল প্রবন্ধে সাদ্দাম হোসেন বলেন, বাহান্নের ভাষা আন্দোলন শুধুমাত্র ভাষা আন্দোলন লড়াইয়ে সীমাবদ্ধ ছিলো না, পরর্তীতে এ আন্দোলন স্বাধিকার ও স্বাধীনতার আন্দোলনের লক্ষ্যে এগিয়ে যায়। যার মূল নেতৃত্ব দিয়েছেন বিশ্ব নন্দিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি মাতৃভাষা বাংলাকে বিশ্বব্যাপি ছড়িয়ে দিতে বাংলা ভাষাভাষী সকল মানুষের প্রতি উদাত্ত্ব আহ্বান জানিয়ে বলেন, পৃথিবীর সকল মাতৃভাষা সংরক্ষণ করার লক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষার গুরুত্ব রয়েছে। তিনি ভারত-বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বের কথা তুলে ধরে বলেন, দুই দেশের জনগণের মধ্যে আমরা ব্যবসা বাণিজ্যসহ শিল্প সাহিত্য সংস্কৃতি সবক্ষেত্রে বিনিময় কর্মসূচি বাড়াতে পারি। 
ড. বি আর আম্বেদকার হলের পক্ষ থেকে কাইফ হাসানের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। 

পরে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেন প্রেস মিনিস্টার শাবান মাহমুদ ও ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর