সিডনিতে শনিবার (২৩ মার্চ) নৃত্যাঞ্জলী ডান্স একাডেমীর হোলি উৎসব অনুষ্ঠিত হয়েছে। একাডেমীর কর্ণধার রাজেশ ও মৌসুমী সাহা দীর্ঘদিন ধরে এ উৎসবটি পালন করে আসছে।
এবার রমজান মাসে এ উৎসব হওয়াতে নৃত্যাঞ্জলী ডান্স একাডেমী একাধারে ইফতার ও হোলি ইভেন্ট চমৎকারভাবে মিশেল করে এক অনবদ্য বাঙালি সংস্কৃতির নতুন ধারা সূচনা করেছে।
এটি একটি উৎসবমুখর দিন, যখন একজন তার অতীতের ভুলগুলো ভুলে যায়। এই দিনে মানুষরা একে অপরের মধ্যকার ঝগড়া-বিবাদ মিটমাট করে ফেলে। একে অপরকে ক্ষমা করে দেয়। তারা পুরনো ঋণ মাফ করে দেয় এবং নতুন করে সবকিছু শুরু করার চেষ্টা করে।
বিডি প্রতিদিন/এমআই