২৪ মে, ২০২৪ ০৯:৩৩
‘বাংলাদেশ বিনির্মাণ : পরবর্তী হাফ সেঞ্চুরি’

৮-১০ নভেম্বর বার্কলে-তে বিডিআই’র আন্তর্জাতিক সম্মেলন

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

৮-১০ নভেম্বর বার্কলে-তে বিডিআই’র আন্তর্জাতিক সম্মেলন

বাংলাদেশের উন্নয়ন-অভিযাত্রা নিয়ে প্রবাসের বিশেষজ্ঞগণের সমন্বয়ে গঠিত থিঙ্কট্যাংক ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ’ তথা বিডিআইয়ের উদ্যোগে আসছে ৮-১০ নভেম্বর তিন দিনব্যাপী সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বার্কলে ক্যাম্পাসে। 

‘বাংলাদেশ পুনর্গঠন : পরবর্তী হাফ সেঞ্চুরি’ স্লোগানের পরিপূরক সকল আলোচনা-পর্যালোচনা থাকবে এ সম্মেলনের প্রতিটি পর্বে। এ বিষয়ে বিস্তারিত পরামর্শমূলক গবেষণা প্রবন্ধ-নিবন্ধ জমা নেয়া হয় ৩০ এপ্রিলের মধ্যে।  ৩১ মে’র মধ্যে সংশ্লিষ্টদের অবহিত করার কথা গৃহীত হবার তথ্য। গৃহীত প্রবন্ধটি সম্মেলনের স্মরণিকায় প্রকাশিত হবে। তবে তার আগে ১৫ সেপ্টেম্বরের মধ্যে বাছাইকৃত নিবন্ধটি পরিপূর্ণ আকারে সাবমিট করতে হবে সম্মেলনের কার্যক্রমে অন্তর্ভুক্তির জন্যে। ৭ অক্টোবরের মধ্যে ঐ নিবন্ধের ওপর পর্যালোচনা সিদ্ধান্তও জানানো হবে। তারপর নিবন্ধটির চূড়ান্ত ভার্ষন ২২ অক্টোবরের মধ্যে সাবমিট করতে হবে সম্মেলনে উপস্থাপনের জন্যে। 

এবারের সম্মেলন আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে ‘ইন্সটিটিউট অব সাউথ এশিয়া স্টাডিজ’ এবং ইউসি বার্কলে-তে ‘দ্য সুবির অ্যান্ড মালিনী চৌধুরী সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ’। 

সামনের ৫০ বছরে বাংলাদেশ কীভাবে আরো উন্নতি-সমৃদ্ধি লাভ করতে পারবে তা নিয়ে সংশ্লিষ্ট সেক্টরের বিশেষজ্ঞরা নিজ নিজ মতামত, অভিমত, পরামর্শ উপস্থাপনের পাশাপাশি অভিষ্টে উপনীত হতে কী ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তা নিয়েও কথা বলবেন। সব আলোচনাই হবে সমসাময়িক বিশ্ব পরিস্থিতির আলোকে। 

কারণ, বিশ্বায়নের এ শতকে বাংলাদেশকে বিচ্ছিন্ন একটি জনপদ ভাবার কোনই অবকাশ নেই বলে বিডিআই নীতি-নির্ধারকরা মনে করেন। সমাজ, সরকার, সুশাসন, শিক্ষা, অর্থনীতি, পরিবেশ, স্বাস্থ্য, শিল্পকলা, গণমাধ্যমসহ সকল ইস্যুই স্থান পাচ্ছে এ সম্মেলনের জন্য গৃহীত প্রবন্ধে। নিকট ভবিষ্যতে বাংলাদেশকে এগিয়ে নেয়ার রোডম্যাপ থাকবে সেমিনার-সিম্পোজিয়ামে। কাউকে খুশি অথবা অখুশি করার অভিপ্রায়ে নয়-বাস্তবতার আলোকে জবাবদিহিতার মধ্যে এনে প্রত্যাশার পরিপূরক সুপারিশমালা আগের মতো উপস্থাপন করাই হচ্ছে সম্মেলনের সংকল্প বলে জানান আয়োজকরা।  

আয়োজকরা আরও জানিয়েছেন, সম্মেলনের থিমের পরিপূরক আরো কোন সেশনের পরামর্শ থাকলে সেই বিষয়ে অভিজ্ঞ-অংশগ্রহণকারীগণের নামসহ সাবমিট করা যাচ্ছে। এ সম্মেলনে অংশগ্রহণে ইচ্ছুকরা ১ অক্টোবরের মধ্যে ৩০০ ডলারের রেজিস্ট্রেশন ফি দিতে হবে। এর ফলে দুদিনের প্রাত:রাশ এবং একটি ফরম্যাল ডিনার এবং দুদিন মধ্যাহ্নভোজে অংশগ্রহণের সুযোগ পাওয়া যাবে। তবে যারা বাংলাদেশ থেকে অংশ নিতে চান তাদের রেজিস্ট্রেশন ফি হচ্ছে ১৫০ ডলার করে। ছাত্র এবং স্থানীয় বাসিন্দাগণের রেজিস্ট্রেশন ফি ১০০ ডলার করে। হোটেলে থাকার ব্যবস্থা নিজেকেই করতে হবে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর