২৬ মে, ২০২৪ ২১:২৪

জার্মানিতে উদযাপিত হলো শুভ বুদ্ধপূর্ণিমা

বিটু বড়ুয়া, জার্মানি

জার্মানিতে উদযাপিত হলো শুভ বুদ্ধপূর্ণিমা

জার্মানিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা।

এ উপলক্ষে রবিবার সকাল থেকেই রাজধানী বার্লিনের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার ডাস বুড্ডিস্টিজে হাউজসহ অন্যান্য বিহারে ছিল ভিক্ষুদের পিন্ডাচরণ, শীলগ্রহণ, ভিক্ষুসংঘের উদ্দেশে দান, সমাধি অনুশীলন, ধর্মদেশনা, বিশ্ব শান্তির জন্য সমবেত প্রাথনা ও সুত্তপাঠ ও বুদ্ধের নানা দিক নিয়ে আলোচনা।

বৌদ্ধদের তাৎপর্যপূর্ণ এই দিনটিতে শ্রীলঙ্কানসহ স্থানীয় জার্মানদের সাথে সাথে প্রবাসী বাংলাদেশি বৌদ্ধদের উপস্থিতি ছিল অন্যান্য বারের তুলনায় অনেক বেশি।

বিশ্বে বিরাজমান সকল যুদ্ধ-সংঘাত, অশান্তি আর হিংসা-হানাহানি থেকে জগতের মঙ্গল কামনায় এবং বাংলাদেশসহ বিশ্ব শান্তি কামনায় বিকেলে করা হয় সমবেত প্রার্থনা ও প্রদীপ প্রজ্জলনসহ ভাবনা অনুশীলন।

বিডি প্রতিদিন/এমআই 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর