'নাটক সমাজের দর্পণ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের হাতিয়ার, শুদ্ধাচার, শুভ ও সুন্দরের পথে মানুষকে ধাবিত করে'-এই ধারণাকে উপজীব্য করে কানাডার টরেন্টোতে নাট্যসঙ্ঘ কানাডা'র তৃতীয় নাট্যোৎসব সম্পন্ন হয়েছে।
দুই দিনব্যাপী নাট্যোৎসবে দুইদিনই পর পর দুইটি নতুন নাটক 'পৌরাণিক' ও 'রাম গরুড়ের ছানা' মঞ্চস্থ হয়েছে! দুইটি নাটকেরই নাট্যকার ও নির্দেশক ছিলেন সুব্রত পুরু।
পৌরাণিক নাটকটি 'গীত-নৃত্য-মঞ্চশ্রুতিনাট্য' আর রাম গরুড়ের ছানা' একটা বিদ্রুপাত্মক নাটক। প্রথমদিনের অতিথি শিল্পী সোনালী রায় ও পরের দিন শিল্পী রণি প্রেন্টিস রায়ের অনবদ্য পরিবেশনা সমগ্র আয়োজনটিকে প্রকৃত অর্থেই উৎসবের আমেজের সৃষ্টি করে।
নাটক দুইটির উল্লেখযোগ্য দিক ছিল নতুন প্রজন্মের অংশগ্রহণ যা দর্শকদের আকর্ষণ করেছে। সুদূর প্রবাসে পরিপূর্ণ মঞ্চনাটক উপভোগের পর, দর্শক প্রতিক্রিয়ায় আমরা উচ্ছ্বসিত, আপ্লুত, উদ্দীপ্ত বলে জানিয়েছেন নির্দেশক সুব্রত পুরু।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ