কানাডার টরেন্টোর প্যাভিলিয়নে উৎসবমুখর ও বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো অষ্টম বাংলাদেশ ফেস্টিভেল ২০২৫। অনুষ্ঠানে কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন এবং বাংলাদেশের একঝাঁক তারকা শিল্পীর উপস্থিতিতে প্রবাসী বাঙালিরা মেতে ওঠেন এক অন্যরকম আনন্দ-উৎসবে।
কর্মব্যস্ত ও একঘেয়ে জীবনের গণ্ডি পেরিয়ে উৎসবে মিলিত হন নানা বয়সের প্রবাসীরা। বাংলার লোকজ ভাবনা, সংস্কৃতি ও ঐতিহ্যের এক অপূর্ব সম্মিলন ঘটে টরেন্টোর প্যাভিলিয়নে। শিশু, কিশোর, নারী ও পুরুষের পদচারণায় মুখরিত হয় পুরো প্রাঙ্গণ। বাংলার কৃষ্টি, ইতিহাস ও জাতীয় পরিচয় নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এই আয়োজন বলে জানান বাংলাদেশ ফেস্টিভেলের ফাউন্ডার কনভেনর শহিদুল ইসলাম মিন্টু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, তানজিকা আমিনসহ দেশের খ্যাতনামা শিল্পীরা। আশি ও নব্বই দশকের জনপ্রিয় গান, প্রাণবন্ত উপস্থাপনা এবং আন্তরিক পরিবেশ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। বাংলাদেশি সংস্কৃতির এই উৎসব প্রবাসে বসবাসকারী বাঙালিদের জন্য হয়ে ওঠে এক মহামিলনের উপলক্ষ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ