কুয়েতে ৭৭তম ইঞ্জিনিয়ার্স ডে পালন করলো আইইবি কুয়েত চ্যাপ্টার। কুয়েত সিটি টাওয়ার হোটেলে এ উপলক্ষে কুয়েতে বাংলাদেশি প্রকৌশলীদের কর্মধারার উপর প্রামাণ্যচিত্র, সেমিনার, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
সেমিনারে কুয়েতের ওয়েল রিফাইনারির বিস্তারিত প্রজেক্টের মাধ্যমে তুলে ধরেন প্রকৌশলী মোঃ আবদুস সালাম। তিনি খনিজ থেকে ওয়েল রিফাইনারির মাধ্যমে কিভাবে পেট্রোল, ফুয়েল, ডিজেল, এলপিজি, বিটোমিন সহ বিভিন্ন জ্বালানি তৈরি করা হয় তার চিত্র তুলে ধরেন। সংগঠনটির চেয়ারম্যান প্রকৌশলী আবদুল কুদ্দুস মল্লিক বলেন আইইবির মাধ্যমে তারা শুধু পেশাগত নেটওয়ার্ক তৈরি করছে না বরং দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককেও আরও মজবুত করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার শ্রম মোঃ আবুল হোসেন, লেফটেন্যান্ট কর্নেল এসকে আবু ফারুক মোঃ রওনক সালেহীন ডেপুটি কমান্ডার বিএমসি, প্রকৌশলী এম.আই.আলম, প্রকৌশলী মো. তোফাজল এইচ.ফারুক, প্রকৌশলী হুমায়ুন সোলেমান কবির, প্রকৌশলী মো. নজরুল ইসলাম, প্রকৌশলী মোহাম্মদ আতাহার আলী , প্রকৌশলী আতিকুর রহমান, প্রকৌশলী মোঃ জুলফিকার আলী খান, প্রকৌশলী মো. শাহেদ ফারুক সিনহা , প্রকৌশলী মো. মিজানুর রহমান, প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, প্রকৌশলী মোস্তাফিজুর রহমান মোস্তফা, প্রকৌশলী মো. আব্দুল হালিম, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সভাপতি সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন সহ কুয়েতে তেল, বিদ্যুৎ, পানি, প্রযুক্তি সহ বিভিন্ন সেক্টরে কর্মরত প্রকৌশলীগন।
মিনিস্টার শ্রম মোঃ আবুল হোসেন বক্তব্যে বলেন, প্রকৌশল ও প্রযুক্তিনির্ভর বিশ্বে বাংলাদেশি প্রকৌশলীরা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সুনাম বয়ে আনছেন। কুয়েতে আমাদের প্রকৌশলীরা যেভাবে প্রতিনিয়ত নিজেদের অবস্থান সুদৃঢ় করছেন, তা সত্যিই গর্বের।
এই দিনটি মূলত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর প্রতিষ্ঠাবার্ষিকী। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) বাংলাদেশের প্রকৌশল পেশাজীবীদের জাতীয় সংগঠন।
বিডি প্রতিদিন/নাজমুল