সিডনি টাউন হলে অনুষ্ঠিত হয়েছে এএফসি মহিলা এশিয়ান কাপ অস্ট্রেলিয়া ২০২৬–এর চূড়ান্ত ড্র অনুষ্ঠান, যেখানে একসাথে উন্মোচিত হয়েছে প্রতিযোগিতার অফিসিয়াল ব্র্যান্ড এবং ম্যাচের পূর্ণাঙ্গ সময়সূচি। ১২টি দেশের অংশগ্রহণে এবারের আসর বসতে যাচ্ছে অস্ট্রেলিয়ার পাঁচটি বিশ্বমানের ভেন্যুতে — সিডনি, পার্থ এবং গোল্ড কোস্টে, যা নিশ্চিত করছে এক মাসের দুর্দান্ত নারী ফুটবল উৎসব।
আগামী পহেলা মার্চ পার্থ স্টেডিয়ামে স্বাগতিক অস্ট্রেলিয়া বনাম ফিলিপাইনস ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই মহিলা ফুটবল টুর্নামেন্টের ২১তম আসরের। এই ম্যাচেই এএফসি-তে যোগদানের পর অস্ট্রেলিয়ার ৩৫তম ম্যাচ হবে।
বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে বাংলাদেশের অভিষেক ম্যাচ—যেখানে তারা মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে। এই ‘ডেভিড বনাম গোলিয়াথ’ লড়াইটি অনুষ্ঠিত হবে ৩ মার্চ, ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে।
এছাড়া দীর্ঘ বিরতির পর প্রথমবারের মতো ২০১০ সালের পর অংশ নিতে যাচ্ছে তিনবারের চ্যাম্পিয়ন ডিপিআর কোরিয়া। তারা মুখোমুখি হবে উজবেকিস্তানের। ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবসে স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় হবে আরেকটি হাইভোল্টেজ ম্যাচ—অস্ট্রেলিয়া বনাম কোরিয়া রিপাবলিক।
টুর্নামেন্টের গ্রুপ পর্বে রয়েছে উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অনেক ম্যাচ, যেখানে বড় দলের পাশাপাশি নতুন চ্যালেঞ্জার এবং ইতিহাসে প্রথমবারের মতো সুযোগ পাওয়া দলগুলো নিজেদের প্রমাণ করার জন্য প্রস্তুত।
চূড়ান্ত ড্র অনুসারে গ্রুপসমূহ হলো:
গ্রুপ A: অস্ট্রেলিয়া, কোরিয়া রিপাবলিক, ইরান, ফিলিপাইনস
গ্রুপ B: ডিপিআর কোরিয়া, চীন পিআর, বাংলাদেশ, উজবেকিস্তান
গ্রুপ C: জাপান, ভিয়েতনাম, ভারত, চাইনিজ তাইপেই
পুরো ম্যাচ সূচি এখন এএফসি’র অফিসিয়াল ওয়েবসাইটে লাইভ রয়েছে। এশিয়াজুড়ে ভক্তরা এখন থেকেই প্রস্তুতি নিতে পারবেন নারীদের ফুটবলের এই মহা উৎসব উপভোগের জন্য, যার চূড়ান্ত ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ মার্চ, স্টেডিয়াম অস্ট্রেলিয়ায়।