ঈদের আনন্দ, প্রাণের উৎসব আর সংস্কৃতির বর্ণিল আবহে শনিবার (২৪ মে) সিডনির দ্য পন্ডস কমিউনিটি হাবে অনুষ্ঠিত হয়ে গেল ‘আনন্দ মেলা ঈদ কার্নিভাল ২০২৫’।
মেলাটির আয়োজন করে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অজি এনএসউয়ার্স অ্যাসোসিয়েশন। আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক নিরালা হোল্ডিংস, সহযোগী পৃষ্ঠপোষক এইচ এস ডি ফাইন্যান্স এবং কাজী সুপারশপ।
উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয় সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত। প্রবেশ এবং পার্কিং সম্পূর্ণ বিনামূল্যে থাকায় মেলাটি ছিল সবার জন্য উন্মুক্ত।
এই আনন্দ মেলা শুধু বাংলাদেশি কমিউনিটির নয়, বরং ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানসহ দক্ষিণ এশীয় নানা দেশের প্রবাসী কমিউনিটির উদ্যোক্তা এবং ক্রেতাদের অংশগ্রহণে পরিণত হয়েছিল এক অনন্য আন্তসাংস্কৃতিক মিলনমেলায়। নজরকাড়া দর্শনার্থীদের উপস্থিতিতে মেলার পরিবেশ ছিল উৎসাহ ও উদ্দীপনায় ভরপুর।
বিভিন্ন দেশীয় খাবার, পোশাক, গয়না, হস্তশিল্প, মেহেদি এবং শিল্পসামগ্রীর সব স্টলেই ছিল চমৎকার সৃজনশীলতা এবং পেশাদারিত্বের ছাপ। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল স্টল পরিচালনায় নারী উদ্যোক্তাদের ব্যাপক অংশগ্রহণ। শুধুমাত্র একটি বাণিজ্যিক আয়োজন নয়, বরং নারীদের ক্ষমতায়নের একটি উজ্জ্বল উদাহরণ হিসেবেই এই মেলাটি স্থান করে নেয় অংশগ্রহণকারীদের মনে।
শুধু কেনাকাটাই নয়, উৎসবে ছিল খাবারের বৈচিত্র্যময় আয়োজনও। বিভিন্ন দেশীয় খাবারের স্টলগুলোতে ছিল নানা রকম মুখরোচক ঐতিহ্যবাহী খাবারের সমাহার, যা দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
শিশুদের জন্য আলাদা বিনোদনের ব্যবস্থা ছিল, যার মধ্যে উল্লেখযোগ্য- পপকর্ন, ক্যান্ডিফ্লস, নানা ধরনের খেলনার স্টল ছোটদের জন্য তৈরি করে এক রঙিন আনন্দভুবন।
আয়োজন সফলভাবে সম্পন্ন করতে অজি এনএসউয়ার্স অ্যাসোসিয়েশন-এর নির্বাহী কমিটীর সঙ্গে সম্মিলিতভাবে কাজ করেছে অজি এনএসউয়ার্স ক্রিকেট দল।
অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল অস্ট্রেলিয়ান রাজনৈতিক নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণ। মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেল এমপি সুসান টেম্পলম্যান, নিউ সাউথ ওয়েলসের স্টেট এমপি ওয়ারেন কারবি, এবং ব্ল্যাকটাউন সিটি কাউন্সিলর ড. মনিন্দার সিং। তারা প্রত্যেকেই মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন, উদ্যোক্তা ও অংশগ্রহণকারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আয়োজকদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানান।
ফেডারেল এমপি সুসান টেম্পলম্যান বলেন, “এই আয়োজন কেবল ঈদ উদযাপন নয়, বরং এটি একটি কমিউনিটি-নির্ভর সাংস্কৃতিক সেতুবন্ধন। এখানে যেভাবে বিভিন্ন জাতিগোষ্ঠী একত্রিত হয়ে নিজেদের সংস্কৃতি উপস্থাপন করেছে, তা প্রশংসনীয়।”
স্টেট এমপি ওয়ারেন কারবি বলেন, “নারী উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ সত্যিই অনুপ্রেরণাদায়ক। কমিউনিটির ভেতরে এই ধরনের নেতৃত্ব ভবিষ্যতে আরও ইতিবাচক পরিবর্তন আনবে।”
কাউন্সিলর ড. মনিন্দার সিং বলেন, “এই মেলা আমাদের বৈচিত্র্যপূর্ণ সমাজের এক চমৎকার প্রতিচ্ছবি। এমন আয়োজন একত্রে বসবাসকারী সংস্কৃতিগুলোকে আরও কাছাকাছি নিয়ে আসে।”
আয়োজক সংগঠন অজি এনএসউয়ার্স অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজনের উদ্দেশ্য ছিল আসন্ন ঈদ উপলক্ষে সবাইকে একত্রিত করে একটি আনন্দঘন পারিবারিক ও সাংস্কৃতিক অভিজ্ঞতা বিনিময় করা, যেখানে আমরা আমাদের শিকড়, সংস্কৃতি এবং বন্ধনগুলো উদযাপন করতে পারি। মেলায় আগত বিপুল সংখ্যক দর্শনার্থী এবং অতিথিদের প্রশংসা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে অভিভূত করেছে।
আয়োজকরা আশাবাদী, আগামী বছর “আনন্দ মেলা ঈদ কার্নিভাল” ফিরে আসবে নতুন উদ্যমে, আরও বৈচিত্র্য নিয়ে।
বিডি প্রতিদিন/নাজিম