১৭ সেপ্টেম্বর, ২০১৮ ০৬:০৬

আমি অবিনশ্বর

অপু নাগ

আমি অবিনশ্বর

অপু নাগ

ঊর্ধ্ব আকাশে যদি না উঠে রবি
কী হবে হে কবি,

কোথায় প্রাণের স্পন্দন বহিবে,
সব প্রশ্নের উত্তর মিলাবে কোথায়!
অথবা নেত্রবুজে কল্পলোকে দেখ চেয়ে
তিমির বিরাজে কোথায়?

মোর মনে আরেক প্রশ্ন জাগে,
গোধূলি আকাশে সূর্য যদি নাহি ডুবে,
কেমনে কাটাবে দীর্ঘরাত্রির প্রয়াস
ভোর কোথা খুঁজে পাবে!
সবিস্ময়ে পশ্চিমাকাশে দেখিবে সূর্য 
সময় দাঁড়ায়েছে স্থির
জগৎ নিশ্চল।

পক্ষীকুলের শব্দ নাহি পাবে কানে,
দেখিবে না কোথাও ডানা ঝাপটায় উড়ে,
প্রশ্ন জাগিবে মনে, আছি কোন ধরণীতে?

আরো দেখিবে যখন, উধাও সবকিছু
আবাস-গৃহ, শূন্য বিস্তর-ফাঁকা।
বায়ু বয়ে যায়-উড়ে না ধূলিকণা
বৃক্ষগুলো, আমি যা দেখেছি কভু-
বিস্বাদে স্মৃতি হারিয়ে বোধ হয় মজি ভ্রমে,
হায়! কী দেখেছি-মোর বিলাপ।
সদা বিস্ময় প্রশ্ন আমার মনে

আমি তব একা বিশ্ববিধাতার বুকে?
আমি অনাচারী বসুধার কোলে?

হয়তো আমি মহাত্মা, ত্রিকালদর্শী।
প্রলয় লুটায়ে পড়ে, হার মেনে যায় মোর কাছে
যবনিকাপাত ঘটিবে তথায়,
তবু আমি অবিনশ্বর, আমি অক্ষয়।

বিডি প্রতিদিন/ ই-জাহান

সর্বশেষ খবর