সভ্যতার ব্যাকরণে দীর্ঘ জলের ছায়া...
ভাবতে অবাক লাগে!
একজোড়া চোখে,
আর কতো ম্লান হবে নির্দোষ সময়?
শ্যাওলা শরীর বেয়ে শুধু নির্বোধ মাছেদের খেলা!
আমাকে পুনঃপ্রকাশিত করে বজ্রবাহী মেঘ...
তুমুল ঘূর্ণিহাওয়ায় বোধহীন সরলতা...
আমি জেগে থাকি মুক্তির পথে
খুব আগ্রহে সাঁওতাল অনুভবে।
বিডি প্রতিদিন/হিমেল