বই নিয়ে হৈচৈয়ের প্রসঙ্গ উঠতেই বাড়ির দিকে হাঁটা দিল আমার এক বন্ধু। আমি বললাম, কীরে, সমস্যা কী? চলে যাচ্ছিস যে? বন্ু্ল বলল, আমি কোনো গ্যাঞ্জামে জড়াতে চাই না। আমি অবাক হলাম, গ্যাঞ্জাম মানে! বই নিয়ে কি হৈচৈ হতে পারে না? এখানে গ্যাঞ্জামেরই বা কী আছে! মনে নেই ‘বেদের মেয়ে জোছনা’ বইটা নিয়ে কী পরিমাণ হৈচৈ হয়েছিল? বন্ু্ল এবার মুখ বাঁকা করল, আরে কিসের মধ্যে কী! আমি আমার মুখ বন্ু্লর মুখের চেয়েও আরেক ডিগ্রি বাঁকা করে বললাম, কেন, সিনেমাকে যে মানুষ ‘বই’ বলে, তুই জীবনেও শুনিসনি? আহারে, সিনেমা নামের এই বই নিয়ে আগে কত আলোচনা হতো, কত হৈচৈ হতো! এখন আর সেই দিন নেই। বলেই আমি এমন উত্তপ্ত একটা দীর্ঘশ্বাস ছাড়লাম, বন্ু্লর গায়ে লেগে তার ত্বক পুড়ে যাবার দশা হলো। বন্ু্ল এবার চলেই গেল। আমি এলাম বাসার দিকে। পাশ দিয়ে তিনটা বাচ্চা যাচ্ছিল স্কুলে। তাদের ব্যাগের সাইজ দেখে আমি তাজ্জব হয়ে তাকিয়ে রইলাম। যদিও এমন ব্যাগ নতুন দেখিনি, নিয়মিতই দেখি, তবু চোখ সরাতে পারছিলাম না। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে এগিয়ে এলেন আমার এক প্রতিবেশী। বললেন, আমরা তো জানি বই পড়লে জ্ঞান বাড়ে। কথা সত্য। তবে এটাও ঠিক, বই পড়লে শুধু জ্ঞানই বাড়ে না, বাচ্চারা ব্যথাও পেতে পারে। আমি বললাম, মানে কী? প্রতিবেশী বললেন, একেকটা বাচ্চার ব্যাগে কী পরিমাণ বই, চিন্তাও করতে পারবেন না। এই বইয়ের ওজন সামলাতে না পেরে যদি কোনো বাচ্চা উল্টে পড়ে যায় আর বইগুলো যদি পড়ে তার ওপর, তাহলে কি ব্যথা পাবে না? অবশ্যই পাবে। অতএব বই পড়লে শুধু জ্ঞানই বাড়ে না, বই পড়লে মানে পতিত হলে ব্যথাও বাড়ে। আমি বললাম, আজগুবি কথা বলবেন না তো! বই পড়তে যাবে কেন? প্রতিবেশী বলল, ওই যে বললাম ওজন, এই ওজনের কারণেই বই পড়ে। আমার ভাতিজার ওপর তো কদিন আগে বইয়ের তাক ভেঙে পড়েছিল। এবার বোঝেন এই যুগের বাচ্চারা রোজ কত কেজি বইয়ের ওজন সামাল দেয়! আমার এক ছোটভাই বলল, বই জিনিসটা আসলেই খুব গ্যাঞ্জামের একটা জিনিস। এই যে আমার বোন আর দুলাভাইয়ের মধ্যে গ্যাঞ্জাম, এটা কিন্তু বইয়ের কারণেই। আমি জানতে চাইলাম, কী রকম? ছোটভাই বলল, আমার বোন আর দুলাভাই প্রেম করে বিয়ে করেছেন। তাদের কিন্তু প্রেম বাধা পড়েছিল। তাদের যোগাযোগের সব পথ বন্ধ হয়ে গিয়েছিল। সেই বাধাটা যদি বহাল থাকত, তাহলে বিয়েটাও হতো না, এখন দাম্পত্য কলহও হতো না। সেই বাধা কীভাবে ছুটেছে জানেন? বইয়ের কারণে। তারা বই আদান প্রদানের নামে বইয়ের ভিতরে চিঠি ঢুকিয়ে চিঠি আদান-প্রদান করতেন কি-না! আমার এক বড়ভাই বললেন, বইটা যখন প্রকাশ হয়, তখন সেটা মানুষের পরম বন্ু্ল হয়ে ওঠে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে প্রকাশ হওয়ার আগে কিন্তু এই বইয়ের কারণে বন্ু্লত্ব নষ্ট হতে পারে। আমি বললাম, কী রকম? বড়ভাই বললেন, কী রকম আবার। এক প্রকাশক আমার বই প্রকাশের নাম করে বিশ হাজার টাকা মেরে দিয়েছে। এক বইয়ের কারণে তার সঙ্গে আমার সম্পর্ক এমন জায়গায় গেছে যে, তাকে দেখলে হাতের কাছে যা পাই, তা নিয়েই দৌড়ানি দেব। হাতের কাছে কিছু না পেলে যে দৌড়ানি দেব না, এমনটা মনে করার কোনো কারণ নেই। খালি হাতেও কিন্তু দৌড়ানি দেওয়ার নিয়ম আছে। তবে বই পড়ার কারণেও দৌড়ানি খাওয়ার চল রয়েছে। যেনতেন বই পড়ে অবশ্য দৌড়ানি খাবেন না। দৌড়ানি খাওয়ার জন্য যোগ্য এই ধরনের বইকে বলে ‘আউট বই’। ‘আউট বই’ পড়ার আলাদা একটা স্টাইলও আছে। স্কুলের পাঠ্যবই খুলে তার মাঝে বসিয়ে, লুকিয়ে লুকিয়ে পড়া।
শিরোনাম
- ‘এই দেশের জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’
- মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬ জন
- নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে : মির্জা ফখরুল
- জাতির মুক্তি হয়েছিল এই ৭ নভেম্বর : রিজভী
- অনলাইনে আর্থিক প্রতারণা নিয়ে পুলিশের সতর্কবার্তা
- রংপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দিনব্যাপী কর্মসূচি
- শহীদ জিয়ার আদর্শকে ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে : দুলু
- গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর
- অন্তর্বর্তী সরকার নিজেই নির্বাচন ব্যাহত হওয়ার পরিবেশ সৃষ্টি করছে : মির্জা ফখরুল
- সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক থাকার অনুরোধ
- আমজনতার দলকে নিবন্ধন দিলে গণতন্ত্র শক্তিশালী হবে : নাছির
- শনিবার থেকে আন্দোলনে নামছেন প্রাথমিকের শিক্ষকরা
- হাতিরঝিলে চলন্ত সিএনজি অটোরিকশায় আগুন, প্রাণে রক্ষা তিনজনের
- জাহানারার মতো ভুক্তভোগীদের মুখ খোলার অনুরোধ তামিমের
- রাজধানীতে সবজি স্থিতিশীল, অস্থির পেঁয়াজের বাজার
- শাটডাউনে অচল যুক্তরাষ্ট্রের বিমানবন্দর, হাজারো ফ্লাইট বাতিল
- মোবাইল দিয়েই প্রফেশনাল ছবি তুলবেন যেভাবে
- জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- বাড়িতে ঢুকে পড়ছে ভালুক, সেনা মোতায়েন
- বন্যায় ডুবতে পারে এশিয়ার যে দেশ, জারি সতর্কতা
বই নিয়ে হৈচৈ
আমার বোন আর দুলাভাই প্রেম করে বিয়ে করেছেন। তাদের কিন্তু প্রেম বাধা পড়েছিল। তাদের যোগাযোগের সব পথ বন্ধ হয়ে গিয়েছিল। সেই বাধা কীভাবে ছুটেছে জানেন? বইয়ের কারণে। তারা বই আদান-প্রদানের নামে বইয়ের ভিতরে চিঠি ঢুকিয়ে চিঠি আদান-প্রদান করতেন কি-না...
ইকবাল খন্দকার
প্রিন্ট ভার্সন