মধ্য আকাশে হঠাৎ বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দিল। পাইলট ঘোষণা দিলেন, ‘আমাদের কাছে মাত্র দুটি প্যারাসুট আছে। প্রাণে বাঁচতে চাইলে প্যারাসুট পরে লাফ দিন!’ বিমানে ছিল তিন বন্ধু। কে প্যারাসুট নেবে সে নিয়ে বাধল তর্ক।
প্রথম বন্ধু : দোস্ত, আমি নতুন বিয়ে করেছি। আমার কিছু হলে আমার বউও মারা যাবে।
এটা বলে, সে প্যারাসুট পরে লাফ দিল।
দ্বিতীয় বন্ধু : দোস্ত, আমার এনগেজমেন্ট হয়ে গেছে। এখন আমি মারা গেলে মেয়েটা অলুক্ষণে বলে সবার কাছে হেয় হবে।
তৃতীয় বন্ধু : দোস্ত, আমার বেশ কিছু লোন আছে এগুলো পরিশোধ না করলে ফ্যামিলির সবাই বিপদে পড়বে।
দুই বন্ধুর তর্ক বেধে গেল। ঝগড়া শুনে এগিয়ে এলো পাইলট। সে বলল, ‘ভাই, আপনাদের আরেক গাধা বন্ধু দুইটা প্যারাসুট নিয়ে লাফ দিয়েছে। বিমানে আর প্যারাসুট নেই। আপনারা খামাখা ঝগড়া কইরেন না।’