শিরোনাম
সোমবার, ২৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

লকডাউনে প্রেম

হামীম রায়হান

লকডাউনে প্রেম

লকডাউনের কারণে অনেক দিন দেখা হয় না মন্টু ভাইয়ের সঙ্গে জরিনার। মন্টু ভাইয়ের বাড়ি এপাড়া আর জরিনার বাড়ি পাশের পাড়া। ফোনে কথা বলারও সুযোগ নেই। জরিনার হাতে সহজে মোবাইল যায় না। তাকে দেখার জন্য মন্টু ভাইয়ের মন ছটফট করতে থাকে। এক দুপুরে নাহ! আর সহ্য হয় না, বলে জরিনাকে দেখতে বেরিয়ে গেলেন পথে। রাস্তাঘাটে লোকজনের চিহ্ন পর্যন্ত নেই। জরিনাদের গ্রামে ঢুকতে রাস্তার কয়েকটা কুকুরের চোখে পড়লেন। মনের ভয়কে পাত্তা না দিয়ে এগিয়ে যেতে থাকেন তিনি। প্রেম করতে এসে এত ভয় পেলে কী চলে! একটু পরই পৌঁছে গেলেন জরিনাদের বাড়ির কাছে। রাস্তার দিকে বাড়ির একটা জানালাও আছে। অনেকক্ষণ অপেক্ষার পর কে যেন জানালার পাশে এসে দাঁড়াল। এখান থেকে ঠিক বোঝা যাচ্ছিল না। মিন্টু ভাই শিস দিতে দিতে জানালার কাছাকাছি চলে যান। শিস শুনে মেয়েটি জানালা দিয়ে বাইরে তাকায়। তাকাতেই মেয়েটি ভয়ে চিৎকার করে ওঠে। জোরে জোরে বলতে থাকে, ‘চোর, চোর, রাতের চোর আবার দিনে এসেছে!’ এমন চিৎকারে প্রেম তো পালিয়ে গেলই। প্রাণটা যে গেল না, সেটাই বড়! চারদিক থেকে লাঠিসোঁটা নিয়ে লোকজন আসতে থাকে। এমন পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে একটাই কাজ করা যায়, দৌড় লাগানো। ভাগ্যিস, স্কুলের কোনো এক শ্রেণিতে দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।  আজ তা কাজে লেগে গেল! -পটিয়া, চট্টগ্রাম

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর