শিরোনাম
সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

ইচ্ছে হলে হাসুন

ইচ্ছে হলে হাসুন

পল্টু দৌড়ে এসে বলল, আপু, একটা খুশির সংবাদ আর একটা দুঃখের সংবাদ আছে, কোনটা আগে বলব?

আপু : খুশির সংবাদটা আগে বল।

পল্টু : খুশির সংবাদ হলো, আমি পরীক্ষায় পাস করছি।

আপু : আর দুঃখের সংবাদ?

পল্টু : প্রথম কথাটা মিথ্যা ছিল।

> সংগ্রহ : মো. জাহিদুল হাসান ওয়াসী, পশ্চিম মাদারবাড়ি, চট্টগ্রাম

 

 

শিক্ষক : বলত, পৃথিবীতে কয়টা দেশ?

ছাত্র : স্যার, একটি।

শিক্ষক : কীভাবে?

ছাত্র : কেন স্যার একটি দেশ, বাকি তো সব বিদেশ।

 

 

বল্টু : কিরে পল্টু, আজকে আসতে দেরি করলি কেন?

পল্টু : আরে একজনের একটা ১ হাজার টাকার নোট হারিয়ে গিয়েছিল।

বল্টু : কেন তুই টাকাটা খুঁজতে সাহায্য করেছিলি?

পল্টু : না দোস্ত, আমি ওই টাকার উপরে দাঁড়িয়ে ছিলাম।

> সংগ্রহ : মো. জুবায়ের ইসলাম শান্ত, অষ্টম শ্রেণি, বাড়ৈখালী উচ্চ বিদ্যালয়, শ্রীনগর, মুন্সীগঞ্জ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর