সোমবার, ১১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ইচ্ছে হলে হাসুন

রোগী : ডাক্তার সাহেব, ওষুধ দেন। কাউকে এখন দেখি, একটু পরে দেখলে আর চিনি না। কেউ কিছু বললে একটু পরে আর মনে থাকে না। খুব সমস্যায় আছি।

ডাক্তার রোগীর বর্ণনা শুনে একটা প্রেসক্রিপশন লিখে দিলেন। রোগী প্রেসক্রিপশন পেয়ে সোজা চলে যাচ্ছে।

ডাক্তার : এই যে ভাই, আমার ভিজিট না দিয়েই চলে যাচ্ছেন দেখি।

রোগী : আপনি কে? আপনাকে তো চিনলাম না?

সংগ্রহ : কে. এম. ছালেহ আহমদ বিন জাহেরী, ফাজিল প্রথম বর্ষ, মৌকারা দারুচ্ছুন্নাত নেছারিয়া কামিল মাদ্রাসা, কুমিল্লা।

 

ডাক্তার : আপনার সমস্যা কী?

রোগী : আমার বাম পা ব্যথা করে।

ডাক্তার : এটা আসলে বয়সজনিত কারণে।

রোগী : না, এটা হতে পারে না। কারণ আমার দু’পায়ের বয়সই সমান।

সংগ্রহ : তাসফিয়া তাজমিন তুবা, নওয়াপাড়া, অভয়নগর, যশোর।

 

ক্রেতা : আপনার দোকানে পরোটা কত করে?

দোকানদার : তিন টাকা করে।

ক্রেতা : আর তরকারি?

দোকানদার : ওটা ফ্রি।

ক্রেতা : তাহলে আমাকে শুধু তরকারি দিন।

সংগ্রহ : শাহিন কাদির, দিনাজপুর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর