সোমবার, ৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ইচ্ছে হলে হাসুন

ইচ্ছে হলে হাসুন

পরীক্ষা দিয়ে আসার পর বাবা তার ছেলেকে জিজ্ঞাসা করলেন-

বাবা : তোর পরীক্ষা কেমন হলো?

ছেলে : ১ আর ৩ নম্বর প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে আসছে।

বাবা : আর বাকিগুলো?

ছেলে : ৫ আর ৬ নম্বর তো স্কুলে পড়ায়নি।

বাবা : তাহলে বাকিগুলো?

ছেলে : ৮ আর ১০ নম্বরের উত্তর লেখার সময় পাইনি।

বাবা : তাহলে বাকি ২, ৪, ৭ নম্বরের উত্তর লিখেছিস?

ছেলে : ওটার উত্তরটাই তো ভুল লিখে ফেলেছি।

 

 

শিষ্য : গুরু, আমি কীভাবে শত বছর বাঁচব?

গুরু : বিয়ে করে ফেল।

শিষ্য : তাহলে কি আমি শত বছর বাঁচব?

গুরু : না। বিয়ে করলে তোমার বেঁচে থাকার ইচ্ছেটাই উঠে যাবে।

► সংগ্রহ : ফারজানা আক্তার, উদ্ভিদবিদ্যা বিভাগ (অনার্স তৃতীয় বর্ষ), গফরগাঁও সরকারি কলেজ, ময়মনসিংহ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর