শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

স্বর ও সিক্তনাদ

সৌম্য সালেক

জানালার একটুখানি পাড় খুলে দেখি

জাহাজটা ভালোবাসা মানে খুব

তার প্রেম ভার কেটে চলে-

পলকা হতে হাওয়ায় হাওয়ায়

অশান্ত সোহাগে বুঝি তার

মাঝরাতে ঘুমিয়ে গ্যালো জলের নিনাদ

 

তখন নিজের নিয়ম মেনে আমরাও পাল্টে ফেলি পাশ

আমরাও তীর্থজলে ভাসি

বিস্তারিত জোছনায় থেকে থেকে

ফুটে ওঠে জলের জলসা

বিচ্ছিন্ন ভাবনার মতো দেখি হারিয়ে যাচ্ছে-

দ্রুতগামী ক্ষুদ্র পাখিরা

তুমিও পূর্বমুখ, বুকেবুক উষ্ণ গোলাপ

মুখোমুখি- কটির কলহ লাগে

অপূর্ব অস্ফুট স্বর আর সিক্তনাদ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর