শুক্রবার, ২ জুলাই, ২০২১ ০০:০০ টা

সোনালি দুঃখ

সৌম্য সালেক

আপনার ত্রিস্তান আমাকে পাগল করেছে কবি

পাখির মতো সুর ও সংকেত, সিংহ-সাহস, দুঃখযাপন

আর সোনালির প্রেমে অসহ আকাক্সক্ষার সে বিষণœমুখ আমার ঘুম কেড়েছে

 

ড্রাগন হত্যা শেষে ঝোঁপে-জঙ্গলে কখনো সে রক্তমুখ

কখনো সে নিয়ে গেছে ভোলা ওয়েলস্ সীমান্তের বনে বনে পুতুল বিক্রেতার কাছে

কখনোবা কুষ্ঠরোগির ভীষণ কবলে

 

তারপর লুকনো ঝর্ণাজলে নেমে আসে পরী

ধীরপায়ে, ঘুমঘুম অতলান্ত-চোখে

ত্রিস্তান, মাতাল ঈক্ষণে খুন হতে লাগো-

ঊর্বশীর সহিষ্ণু কোষে কোষে...

 

গ্রামের পুঁথির মতো কবির বয়ান- টানটান এগিয়ে চলে

চাঁদের উৎসাহে জাগে রাতের জোয়ার-

তখনো জীবন থেকে তখনো সময় থেকে ছেঁকে-ছেনে

তখনো প্রেম থেকে একপ্রস্থ শিস দেয় পাখি:

সোনালি সোনালি চলো...

রাত যে ফুরিয়ে এলো, পালবে কখন, চলো...

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর