শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ভিন্ন কোনো সন্ধানে

সৌম্য সালেক

দৃশ্যত নতুন কিছু নয়- একতাল মাংস, মদিরার হিম জার, ছেঁড়া পাপড়ির সাজ, সবুজ সর্পিল কোনো বন, পাহাড়ের ডালে কিছু বঙ্কিম গৃহায়ণ, সাগরের প্রাচীন সংরাগ! লাখ লাখ বছরে আর কোনো পরামুখ আর কোনো পাত্র-কোরক সৃজিত হলো না মানুষের! মানুষ ঘুমালো-জাগলো, সংগমে রত হলো, জন্ম নিল এবং পৃথিবীর ব্যুহ-জটা ভেঙে জড়ো হলো পুরনো ঘূর্ণিতে!

 

মাঝে মৃত্যু-ম্যারাথন গেল, গেল দশ রাজার দ্বৈরথ, ফি ও ফোরাতের কূল ভেসে সহস্র কান্না’র যুদ্ধে- প্লেগে-মারীতে ক্ষয় হলো মানুষের তবু সে মানুষ অবকাশে আজও বসে আছে- পুষ্পহার, ছিন্ন লেগুনের পাশে- কাছে সেই রমণীয় রাস। তার ভালোবাসা, রুচি ও নেশার চালে ঘটল না একটু বদল, একটু এলো না বাঁক এতকালে- এত এত ছেদে-বিচ্ছেদে-সংকটে- যুগের বিকাশে তার বদলেনি সাধের প্রকার!

 

তাই মৃদু-সংকোচে সন্ধান করি অভিরূপ; অধিলোক আছে নাকি কোনো নাগরিক পৃথিবীতে :

সাধের নতুন সরা

নেশার নরম ঋতু-

মধুমাসে শারদে ললিতে...

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর