প্রখর রোদে পুড়ে গেছে তোমার চুমোর ছায়া
আমি তবু অভ্যাসবশত বাড়াই ঠোঁট-
রাস্তার গলে যাওয়া পিচ
জড়িয়ে ধরে তোমার পা...
আমি শীতল কক্ষে শুয়ে
উদোম শরীরে পিদিম নিভাই।
তোমার নগ্ন পা, ঝুলে পড়া জিভ থেকে বের হয়
ছায়া পোড়ার ধোঁয়া।
আমি উপভোগ করি নগ্নতা-
কেবল নগ্নতা
তোমার আমার মাঝখানে জুড়ে দেয় সভ্যতা।