একাই খুঁজেছি আমি নিটোল বাস্তবে
কোলাহল থেমে গেলে সেই উৎসবে-
যদি বলি চলে আসো, আরো একবার
খোদাই করেছি, তুমি উৎস আমার।
এইতো জমানো মায়া, যাপনে ভ্রকুটি
এখনো ধরেই আছি জীবনের মুঠি।
কতো পিছুটান আমি করেছি সংহার
প্রেমেই পেয়েছি খুঁজে প্রজ্ঞা মনীষার।
একাই খুঁজেছি আমি নিটোল বাস্তবে
কোলাহল থেমে গেলে সেই উৎসবে-
যদি বলি চলে আসো, আরো একবার
খোদাই করেছি, তুমি উৎস আমার।
এইতো জমানো মায়া, যাপনে ভ্রকুটি
এখনো ধরেই আছি জীবনের মুঠি।
কতো পিছুটান আমি করেছি সংহার
প্রেমেই পেয়েছি খুঁজে প্রজ্ঞা মনীষার।