গ্যাসের মিটার বসালেই
গ্যাসেরও অপচয় কমে,
অযথা জ্বালিয়ে রাখে না তখন চুলো!
পানির মিটার বসালেই
পানির অপচয় কমে,
অযথা রাখে না খুলে পানিরও কল!
মানুষ এমন এক প্রাণী-
নিজেরটা হলে
সচরাচর কারও দিকে তাকায় না আর!
বিদ্যুতের খুঁটি ও সংযোগ
নিজের উঠানে পৌঁছে গেলে,
কারও দিকে আর কোনো দৃকপাত নেই!
খোঁজও রাখে না-
ও মহল্লা ডুবে আছে পুরো অন্ধকারে!
আমারও মনে পড়ে যায়-
অভিধানে থাকা ‘শাসন’ ও ‘নিয়ন্ত্রণ’ শব্দদ্বয়
রাষ্ট্রের এতটা জায়গা দখল করে আছে কেন!